বাংলাদেশ ক্রিকেটের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রান ক্লাবে নাম লেখালেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ১ রান নিয়েই এ মাইলফলক স্পর্শ করেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৯ রান করায় মাত্র ১ রান দূরে ছিলেন অভিজ্ঞ এ টাইগার ক্রিকেটার।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ম্যাচে ৬ নম্বরে ব্যাট করতে নেমে পঞ্চম বলে রানের খাতা খুলেন মাহমুদউল্লাহ। এ রান নিয়েই ওয়ানডে ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
২০০৭ সালের জুলাইয়ে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের। এ সিরিজের আগে চলতি বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছেন তিনি। বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে আবারও সুযোগ পান তিনি।
সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ব্যাট করতে পারেনি বাংলাদেশ। সে সময় ওয়ানডে ফরম্যাটে ২১৮ ম্যাচের ১৯০ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৫.৩৫ গড়ে ৪৯৫০ রানে ছিলেন মাহমুদউল্লাহ।
পাঁচ হাজার রানের মাইলফলক থেকে ৫০ রান দূরে থেকে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন রিয়াদ। দীর্ঘদিন পর ব্যাট হাতে মাঠে নেমে ম্যাচের সর্বোচ্চ ৪৯ রান করেন তিনি। তবে মাত্র ১ রানের জন্য ফিফটি থেকে বঞ্চিত হওয়ায় পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করা থেকেও বঞ্চিত হন। অবশেষে তৃতীয় ম্যাচে সেটি পূর্ণ হলো।
৩৭ বছর বয়সী মাহমুদউল্লাহর আগে বাংলাদেশের হয়ে ৫ হাজার রান পূর্ণ করেছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।