সবাই বলে বাবা হওয়ার পর ভাগ্য বদলেছে : শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১৪ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩
সবাই বলে বাবা হওয়ার পর ভাগ্য বদলেছে : শান্ত

চলতি বছরের ২৫ আগষ্ট নিজের জন্মদিনে পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম ব্যাটার নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে দারুণ ফর্মে থাকা এ টাইগার ব্যাটার এবার প্রথম বারের মতো ভারপ্রাপ্ত হিসেবে জাতীয় দলের নেতৃত্ব পেয়েছেন। শান্ত মনে করেন, পুত্র সন্তানটি তার জন্য লাকি, পরিবারের অন্যান্য সদস্যরাও একই কথা বলেন।

নিউজিল্যান্ডে বিপক্ষে শেষ ম্যাচে নেতা হিসেবে মাঠে নামার আগে সোমবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সেখানেই এক প্রশ্নের জবাবে এমনটা জানান শান্ত।

নাজমুল হাসান শান্তর কাছে জানতে চাওয়া হয়, সম্প্রতি বাবা হয়েছেন, ব্যাটিং ভালো যাচ্ছে, এখন অধিনায়ক, চাওয়া পাওয়ার সাথে কি মিলে যাচ্ছে সব কিছু? উত্তরে শান্ত বলেন, “আমার কাছে তা’ই মনে হচ্ছে।”

নাজমুল হোসেন শান্ত বলেন, “সবাই আমাকে বলে, আমার পরিবারেরও সবাই বলে যে, সে (সন্তান) খুব লাকি আমার জন্য। আলহামদুলিল্লাহ, এনজয় করছি। সব মিলিয়ে বাবা হওয়ার পরে কিংবা আগ থেকে সর্বশেষ এক বছর ভালো যাচ্ছে। আশা করবো যে, এ জিনিসটা এখন যত বেশি কন্টিনিউ করতে পারি।”

মাত্র এক ম্যাচের জন্য হলেও দেশের ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিবেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্ব পাওয়া নিয়ে বলেন, “আলহামদুলিল্লাহ, একজন ক্রিকেট প্লেয়ার হিসেবে আমার জন্য এটা (অধিনায়কত্ব) গর্বের ব্যাপার। একই সাথে আমার পরিবারের সদস্যেরও গর্বের বিষয়।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়ে শান্ত বলেন, “আলহামদুলিল্লাহ; ক্রিটেক বোর্ড এ সুযোগটা তৈরি করে দিয়েছেন। খুবই উত্তেজিত এবং এনজয় করবো কালকে (মঙ্গলবার)।”



শেয়ার করুন :