ক্রিকেট ভদ্রলোকের খেলা, সেটা আবারও প্রমাণ দিলো বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের ইশ সোধিকে মানকাডিং করেও আউট হওয়া থেকে ফিরিয়ে এনে ব্যাট করতে দিলো বাংলাদেশ ক্রিকেট দল। ইনিংসের ৪৬তম ওভারে এ ঘটনা ঘটে।
নিজের শেষ ওভার বল করছিলেন হাসান মাহমুদ। ওভারে চতুর্থ বল করার সময় নন স্ট্রাইক প্রান্তে ইশ সোধিকে মানকাডিং করেন হাসান মাহমুদ। মাঠ আম্পয়ার টিভি আম্পায়ারের কাছে পাঠালে রিভিউ দেখে সোধিকে আউট দেওয়া হয়।
আউট হয়ে মাঠের বাইরেও যেতে থাকেন ইশ সোধি। তবে অধিনায়ক লিটন দাস আম্পায়ারের সাথে কথা বলে সোধিকে আবারও ব্যাটিং করার জন্য অনুরোধ করা হয়। আউট হয়েও আবারও ব্যাট করার অনুমতি পেতে উচ্ছ্বাস প্রকাশ করেন সোধি।
মাঠের শেষ প্রান্ত থেকে দৌড়ে এসে বোলার হাসান মাহমদুকে জড়িয়ে ধরে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন ইশ সোধি। তবে জীবন পেয়েও শেষ পর্যন্ত খেলতে পারেননি তিনি।
ইনিংসের ৪ বল বাকি থাকতে খালেদ আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন তিনি। জীবন পেয়ে ৩৯ বলে ৩ ছয়ে ৩৫ রান করেন সোধি। মানকাডিং হওয়ার সময় ২৬ বলে ১৬ রানে ছিলেন সোধি। তার এ আউটের পর অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।