জাতীয় দলের জার্সি গায়ে দীর্ঘদিন পর মাঠের খেলায় নামতে যাচ্ছে সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। সবকিছু ঠিক থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশেই তাদের দু’জনকে দেখা যাবে। তবে বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরায় তাদেরকে চাপে ফেলতে চান না ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের বিশ্রামে রাখা হয়েছে। অধিনায়ক সাকিব আল হাসানও বিশ্রামে থাকায় দলের নেতৃত্ব দিবেন লিটন দাস।
সিরিজ শুরুর আগে বুধবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভারপ্রাপত দলনেতা লিটন দাস। নানা প্রশ্নের উত্তরে মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালের দলে ফেরা এবং প্রত্যাশা নিয়ে উত্তর দিয়েছেন তিনি।
তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের দলে অন্তর্ভুক্তি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন লিটন বলেন, “দু’জন সিনিয়র খেলোয়াড় (তামিম, রিয়াদ) থাকলে তো অবশ্যই সব দিক থেকে হেল্প হয়। অনেক দিন পর তারা খেলতে এসেছেন। আমি চাই না কোনো কিছু নিয়ে তাদের চাপ দিতে। তারা গেমটা উপভোগ করুক। বাংলাদেশের প্রতিটি ম্যাচেই উপভোগ করতে পারলে সাফল্যের সম্ভাবনা বেশি থাকে।”
ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন তামিম ইকবাল। এর আগে ওয়ানডে ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। এছাড়া তরুণদের দলে সুযোগ দেওয়ায় মাহমুদউল্লাহ রিয়াদকে ‘বিশ্রামে’ রেখেছিল বিসিবি। সে কারণ এশিয়া কাপেও তাকে দলে নেওয়া হয়নি।
তবে বিশ্বকাপ সামনে রেখে বিশেষ ক্যাম্পে ফেরানোর পর এবার নিউজিল্যান্ড সিরিজেও মাহমুদউল্লাহকে দলে রাখা হয়েছে। মাহমুদউল্লাহ-তামিমের মতো জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার।
দলের সিনিয়র এসব ক্রিকেটারের ভূমিকা কেমন হতে পারে..? এ বিষয়ে জানতে চাওয়া হলে লিটন দাস বলেন, “রোল (ভূমিকা) জিনিষটা আমি আসলে বলতে চাই না। এটা আসলে পরিস্থিতির উপর নির্ভর করে।”
তিনি আরও বলেন, “এখন যদি ম্যাচে দ্রুত উইকেট পড়ে যায়, এখন যদি রিয়াদ ভাই ব্যাটিংয়ে যায়, ৩০-৩৫ ওভারের খেলা থাকে, তাহলে উনি উনার মতো করেই খেলবে, ওটা বলার দরকার নাই। উনি অনেক ম্যাচুরড। এটা সৌম্যর ক্ষেত্রেও। যেখানে সুযোগ পাবে তারা রান করার চেষ্টা করবে। ইমপ্যাক্ট শুধু তারা দু’জন না, প্রত্যেকটা ব্যাটারের কাজ রান করা।”