এশিয়া কাপে এতদিন একটি লজ্জার রেকর্ড বয়ে বেরাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেই লজ্জা থেকে এবার বাংলাদেশকি মুক্তি দিলো শ্রীলঙ্কা। ১৬তম আসরে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে অলআউট হওয়ায় এশিয়া কাপে সর্বনিম্ন সংগ্রহের লজ্জার রেকর্ড এখন লঙ্কানদের দখলে।
নিজেদের মাঠে এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংস। বিরপরীতে মাত্র ৩৭ বল খেলে ১০ উইকেটের জয় তুলে রেকর্ড অষ্টম শিরোপা জয় করেছে ভারত।
ভারতের এ শিরোপা জয়ের পথে এশিয়া কাপে সর্বনিম্ন দলীয় রানের লজ্জাজনক রেকর্ড গড়েছে শ্রীলঙ্কা। এর আগে এ রকের্ডটি ছিল বাংলাদেশের। ২০০০ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। যা এতদিন এশিয়া কাপের সর্বনিম্ন রানের রেকর্ড ছিল।
এশিয়া কাপের ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৩২০ রানের বিশাল সংগ্রহ করেছিল পাকিস্তান। জবাবে মাত্র ৮৭ রানে অলআউট হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। দীর্ঘ ২৩ বছর পর সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি পেল বাংলাদেশ।