অনন্য উচ্চতায় রোহিত-কোহলি জুটি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩
অনন্য উচ্চতায় রোহিত-কোহলি জুটি

বিশ্বের অষ্টম ও ভারতের তৃতীয় জুটি হিসেবে ওয়ানডতে ৫ হাজার পূর্ণ করলেন ভারতের রোহিত শর্মা ও বিরাট কোহলি। মঙ্গলবার (১২ সেপ্টেম্ব) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপ সুপার পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জুটিতে ৫ হাজার রান পূর্ণ করেন তারা দু’জন। ম্যাচটিতে দ্বিতীয় উইকেটে ১৬ বলে ১০ রান তুলে বিচ্ছিন্ন হন তারা।

ওয়ানডেতে এখন পর্যন্ত ৮৬ ইনিংসে ১৮বার সেঞ্চুরি ও ১৫বার হাফ-সেঞ্চুরির জুটি গড়ে ৫০০৮ রান করেছেন রোহিত-কোহলি। এ তালিকায় ভারত ও শ্রীলঙ্কার হয়ে সর্বমোট তিনটি জুটিতে পাঁচ হাজার রান হয়েছে। অন্য দু’টি জুটি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের।

তালিকায় সর্বোচ্চ রানের জুটির বিশ্ব রেকর্ড ভারতের শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির। ১৭৬ ইনিংসে ২৬বার সেঞ্চুরি ও ২৯বার হাফ-সেঞ্চুরির জুটি গড়ে ৮২২৭ রান করেছেন টেন্ডুলকার ও গাঙ্গুলি।

ওয়ানডেতে ৫ হাজার রানের জুটি
শচীন টেন্ডুলকার-সৌরভ গাঙ্গুলী (ভারত) : ইনিংস ১৭৬, রান: ৮২২৭
মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) : ইনিংস: ১৫১, রান: ৫৯৯২
তিলকরত্নে দিলশান-কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) : ইনিংস: ১০৮, রান: ৫৪৭৫
মারভান আতাপাত্তু-সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) : ইনিংস: ১৪৪, রান: ৫৪৬২

এডাম গিলক্রিস্ট-ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) : ইনিংস ১১৭, রান: ৫৪০৯
গর্ডন গ্রিনিজ-ডেসমন্ড হেইন্স (ওয়েস্ট ইন্ডিজ) : ইনিংস: ১০৩, রান: ৫২০৬
শিখর ধাওয়ান-রোহিত শর্মা (ভারত) : ইনিংস: ১১৭, রান : ৫১৯৩
বিরাট কোহলি-রোহিত শর্মা (ভারত) : ইনিংস ৮৬, রান: ৫০০৮।



শেয়ার করুন :