শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩
শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

চলমান এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ১০ ওভার শেষে ৪ উইকেট বাংলাদেশের সংগ্রহ মাত্র ৪৯ রান।

পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ছিটকে যাওয়ায় লিটন দাসকে একাদশে নিয়ে একাদশ সাজিয়েছিলেন সাকিব। তবে মেহেদী হাসান মিরাজের সাথে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেছিলেন মোহাম্মদ নাঈম।

আফগানিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে সেঞ্চুরি করলেও পাকিস্তানের বিপক্ষে হতাশ করে মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই ডাক মারেন তিনি। ফলে দলীয় ১ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

মিরাজের চলে যাওয়ার পর ব্যাট হাতে নাঈমের সঙ্গী হন লিটন দাস। জ্বর থেকে ফিরে এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নেমে লিটন দাসও হতাশ করেন। ব্যাট হাতে ১৩ বল মোকাবেলা করে চারটি চারের মারে ১৬ রান করেন তিনি। লিটনকে হারিয়ে দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।



শেয়ার করুন :