এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটিতেও চোখ রাঙাচ্ছে বৃষ্টি।
নেপালের বিপক্ষে ম্যাচটিতে আগের একাদশ থেকে একটি পরিবর্তন এনে খেলছে ভারত। ছেলে বাবা হওয়ায় দেশে ফিরে গেছেন যশপ্রীত বুমরা। তার পরিবর্তে একাদশে যুক্ত হয়েছেন মোহাম্মদ শামি।
ম্যাচটিতে জয়ী দল সরাসরি সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। তবে বৃষ্টি বা অন্য কোন কারণে ম্যাচটি ড্র বা পরিত্যক্ত হলে পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে পাকিস্তানের পর সুপার ফোরে খেলা নিশ্চিত করবে ভারত।
বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে ভারত। অন্যদিকে, পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায় পয়েন্ট টেবিলে এখনো শূন্য অবস্থায় রয়েছে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলা নেপাল।