পাকিস্তানের এশিয়া কাপ দলে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৭ পিএম, ২৭ আগস্ট ২০২৩
পাকিস্তানের এশিয়া কাপ দলে পরিবর্তন

এশিয়া কাপের দলে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট দল। তায়েব তাহিরের পরিবর্তে দলে নেওয়া হয়েছে সৌদ শাকিলকে। পূর্বে ঘোষিত ১৭ জনের দলে ছিলেন তাহির। মূল দলে জায়গা হারানোয় রিজার্ভ তালিকায় যুক্ত হয়েছেন তিনি।

দেশের হয়ে ৫টি ওয়ানডেতে ব্যাট হাতে ১টি হাফ-সেঞ্চুরিতে ৭৬ রান আছে শাকিলের। তবে চমৎকারভাবে শুরু করা টেস্ট ক্যারিয়ারে সাত ম্যাচে দু’টি শতক ও ছয়টি অর্ধশতকে ৮৭৫ রান করেছেন তিনি।

গত মাসে শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ রানের ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখেন শাকিল। লিস্ট ‘এ’-তে ৭৬ ম্যাচে ২৪৮৯ রান আছে তার।

শনিবার শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৬ বলে ৯ রান করে রান আউট হন শাকিল। রোববার দলের সাথে মুলতানে যাবেন শাকিল।

৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে পাকিস্তান।

এশিয়া কাপে পাকিস্তান দল
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, ফখর জামান, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হাক, সাউদ শাকিল, সালমান আলি আঘা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, উসামা মীর, হারিস রউফ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হারিস, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম।

রিজার্ভ : তায়েব তাহির।



শেয়ার করুন :