সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেটে ভারতকে হারালো ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে রোহিত-কোহলিবিহীন ভারতকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে সিরিজে ১-১ সমতাও এনেছে ওয়েস্ট ইন্ডিজ। লো স্কোরিং প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিল ভারত।
ব্রিজটাউনে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলিকে বিশ্রামে রেখে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামে ভারত। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামা ভারতকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার ইশান কিশান ও শুভমান গিল। ১০১ বলে ৯০ রান তুলেন তারা। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন কিশান।
প্রথম ব্যাটার হিসেবে ৩৪ রান করে আউট হন গিল। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি কিশানও। ৬টি চার ও ১টি ছক্কায় ৫৫ বলে ৫৫ রান করেন তিনি। ৯৫ রানে দুই ওপেনারের বিদায়ের পর ওয়েস্ট ইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতে পারেনি ভারতের মিডল অর্ডার ব্যাটাররা।
সঞ্জু স্যামসন ৯, অক্ষর প্যাটেল ১, ভারপ্রাপ্ত অধিনায়ক হার্ডিক পান্ডিয়া ৭ ও রবীন্দ্র জাদেজা ১০ রানে আউট হন। মিডল অর্ডারে ইনিংস গড়ার চেষ্টা করলেও ২৫ বলে ২৪ রানে থামেন ছয় নম্বরে নামা সূর্যকুমার যাদব।
ওয়েস্ট ইন্ডিজের তিন বোলার রোমারিও শেফার্ড-গুদাকেশ মোটি ও আলজারি জোসেফের বোলিং তোপে ৪০.৫ ওভারে ১৮১ রানে অলআউট হয় ভারত। শেফার্ড ৩৭ রানে ও মোটি ৩৬ রানে ৩টি করে এবং জোসেফ ৩৫ রানে ২টি উইকেট নেন।
১৮২ রানের জবাবে ভালো শুরু করে ওয়েস্ট ইন্ডিজও। ৫০ বলে ৫৩ রান যোগ করেন ক্যারিবীয় দুই ওপেনার ব্রান্ডন কিং ও কাইল মায়ার্স। নবম ওভারে দলীয় ৫৪ রানের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটারকে শিকার করে ভারতকে লড়াইয়ে ফেরান পেসার শারদুল ঠাকুর। কিং ১৫ ও মায়ার্স ৩৬ রানে আউট হন।
তিন নম্বরে নামা আলিক আথানাজেও(৬ শিকার হন শারদুলের। চার নম্বরে নামা শিমরোন হেটমায়ারকে ৯ রানে বিদায় দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। ১৭ ওভারে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। জয় থেকে তখন ৯১ রানে দূরে ক্যারিবীয়রা।
পঞ্চম উইকেটে অধিনায়ক শাই হোপের সাথে জুটি বাঁধেন কিসি কার্টি। ভারতীয় বোলারদের দারুণভাবে সামলে স্কোর বোর্ড সচল রাখেন তারা। ৩৩তম ওভারে দলের রান দেড়শতে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রন নেন হোপ-কার্টি জুটি। ওই ওভারেই ওয়ানডেতে ২৪তম হাফ-সেঞ্চুরির দেখা পান হোপ।
৩৭তম ওভারে কার্টির পরপর দুই বাউন্ডারিতে জয় নিশ্চিত হয় আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজের। পঞ্চম উইকেটে ১১৮ বলে অবিচ্ছিন্ন ৯১ রান তুলে দলকে সাড়ে তিন বছর পর ভারতের বিপক্ষে দলকে জয়ের স্বাদ পাইয়ে হোপ-কার্টি।
২০১৯ সালের ডিসেম্বরে চেন্নাইতে ভারতের বিপক্ষে ৮ উইকেটে সর্বশেষ জয় পেয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচে ২৮৮ রানের টার্গেটে হোপ অপরাজিত ১০২ ও হেটমায়ার ১৩৯ রান করেছিলেন।
দলের জয়ের খড়া কাটাতে এবারও অবদান রাখলেন হোপ। ২টি করে চার-ছক্কায় ৮০ বলে অপরাজিত ৬৩ রান করে ম্যাচ সেরা হন হোপ। ৪টি চারে ৬৫ বলে অনবদ্য ৪৮ রান করেন কার্টি। ভারতের শারদুল ৪২ রানে ৩ উইকেট নেন।
১ আগস্ট ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সমতায় বিরাজ করাে শেষ ম্যাচটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।