আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সফরের দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড ‘এ’ দলকে। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
ডাবলিনের ওকহিল মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে প্রথম ব্যাট করতে নামে বাংলাদেশ ‘এ’ দল। জাকির হাসানের ৯২, ফজলে মাহমুদের ৫৩ ও আল-আমিনে ৪৭, সাইফের ৩৭ ও অধিনায়ক মোমিনুলের ২৩ রানের সুবাদে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান করে বাংলাদেশ। আয়ারল্যান্ড ‘এ’ দলের চেজ ও কেন ৩টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬ দশমিক ৩ ওভারে ২০২ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। দলের পক্ষে কেন ৪৯ ও গেটকেট ৩৮ রান করেন। বাংলাদেশের শরিফুল ৩টি, খালেদ-সানজামুল ২টি করে উইকেট নেন।
বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেটি পরিত্যক্ত হয়েছিল। একই ভেন্যুতে রোববার অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ওয়ানডে।