সিরিজের প্রথম ম্যাচ হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে টাইগাররার। আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ।
মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচটিতে টস হেরে প্রথমে বোলিং পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও টার্গেট নিয়ে খেলেছিল টাইগাররা।
দ্বিতীয় ম্যাচে চোটের কারণে ছিটকে গেছেন ইবাদত হোসেন। ফলে শেষ ম্যাচে একটি পরিবর্তন নিশ্চিতই ছিল। ইবাদতের জায়গায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। এছাড়া দুই পেসার মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদকেও এ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে।
ফিজ ও হাসানের পরিবর্তে একাদশে ফিরেছেন শরিফুল ইসলাম ও তাইজুল ইসলাম। দুজনেই মে মাসে ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলেছিল। অর্থাৎ, হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ।
বাংলাদেশ তিন পরিবর্তন আনলেও আফগানিস্তান এনেছে দুটি পরিবর্তন। দলের সেরা বোলার রশিদ খানকে বিশ্রামে রেখেছে তারা। এছাড়া এ সিরিজে অভিষেক হওয়া পেসার মোহাম্মদ সালিম সাফিকে একাদশের বাইরে রাখা হয়েছে। তাদের দুজনের পরিবর্তে একাদশে দুইজনকে অভিষেক করানো হয়েছে। ওয়ানডে ম্যাচের ক্যাপ পড়েছেন জিয়া-উর-রহমান ও আব্দুল রহমান রাহমানি।
বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম।
আফগানিস্তানের একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হামশতউল্লাহ শাহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমারজাই, জিয়া-উর-রহমান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আব্দুল রহমান রহমানি।