চট্টগ্রামে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হেরে ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। ২০১৫ সালের পর ঘরের মাঠে ওয়ানডেতে বাংলাদেশের এটি তৃতীয় সিরিজ হার। এ সময় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে দু’বার সিরিজ হেরেছে টাইগাররা। এছাড়া ২০১৪ সালে সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম বারের মতো ওয়ানডে সিরিজ হারের পর এবার হোয়াইটওয়াশ হওয়ায় শঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তামিম ইকবালের ‘অবসর’ কাণ্ডের পর লিটনের নেতৃত্বে সেই মিশনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।
আফগানিস্তানের কাছে প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ১৭ রানে এবং দ্বিতীয়টি ১৪২ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হারের লজ্জা পায় বাংলাদেশ। দ্বিতীয়টি আফগানিস্তানের কাছে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে হার বাংলাদেশের।
২০১৫ সালের পর ঘরের মাঠে ওয়ানডেতে তৃতীয় সিরিজ হারলো বাংলাদেশ। এসময় বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে দু’বার সিরিজ হারে টাইগাররা। তবে সিরিজ জিতলেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি ইংল্যান্ড।
এবার সিরিজ জয় নিশ্চিত করে হোয়াইটওয়াশের সুযোগ তৈরি করেছে আফগানিস্তান। যেখানে ২০১৪ সাল থেকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের মুখে পড়েনি বাংলাদেশ।
২০১৪ সালে সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। একই বছল ভারতের কাছে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা।
আজ মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। দ্বিতীয় ম্যাচের ন্যায় এ ম্যাচেও নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস।