অধিনায়ক শাই হোপ ও নিকোলাস পুরানের জোড়া সেঞ্চুরিতে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ১০১ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ব্যাট হাতে হোপ ১৩২ ও পুরান ১১৫ রান করেন। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩৯ রানে হারিয়েছিল ক্যারিবীয়রা। অন্যদিকে, তৃতীয় ম্যাচে দ্বিতীয় হার নেপালের।
বৃহস্পতিবার (২২ জুন) হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। ১৬তম ওভারে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে ক্যারিবীয়রা। চতুর্থ উইকেটে ১৭২ বলে ২১৬ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন হোপ ও পুরান। এ জুটি গড়ার পথেই সেঞ্চুরি করেন হোপ-পুরান।
ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম সেঞ্চুরি তুলে ১৩২ রানে আউট হন হোপ। ১২৯ বল খেলে ১০টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসে ৯৪ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় ১১৫ রান করেন পুরান।
শেষ দিকে রোভম্যান পাওয়েলের ১৪ বলে ২৯ ও জেসন হোল্ডারের ১০ বলে অপরাজিত ১৬ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৯ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা। নেপালের ললিত রাজবংশী ৩ উইকেট নেন।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বোলিং নৈপূণ্যের সামনে বড় ইনিংস খেলতে পারেনি নেপালের ব্যাটাররা। ২ বল বাকি থাকতে ২৩৮ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান করেন আরিফ শেখ।
ওয়েস্ট ইন্ডিজের হোল্ডার ৩টি, আলজারি জোসেফ-কেমো পল ও আকিল হোসেন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন হোপ।