যুক্তরাষ্ট্রকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম জয়ের দেখা পেল নেদারল্যান্ডস। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস।
নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৬ উইকেটে হেরেছিল ডাচরা। অন্যদিকে, তিন ম্যাচ খেলে সবগুলোতেই হারলো যুক্তরাষ্ট্র। ফলে পয়েন্ট টেবিলে যুক্তরাষ্ট্রেে অবস্থান সবার নিচে।
বৃহস্পতিবার (২২ জুন) হারারের টাকাশিঙ্গা স্পোটর্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে বোলিং করতে নামে নেদারল্যান্ডস। ব্যাট হাতে নেমে ৮৮ রানেই ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় যুক্তরাষ্ট্র।
সপ্তম উইকেটে জেমি সিংকে নিয়ে ৮৬ রানের জুটি গড়ে দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন আগের ম্যাচে নেপালের বিপক্ষে সেঞ্চুরি করা শায়ান জাহাঙ্গীর।
জেসি ৩৮ রানে থামলেও হাফ-সেঞ্চুরি তুলে নেন জাহাঙ্গীর। ৪৬তম ওভারে দলীয় ১৮০ রানে আউট হন জাহাঙ্গীর। ৮৬ বল খেলে ৫টি চার ও ২টি ছক্কায় সর্বোচ্চ ৭১ রান করেন তিনি।
শেষ দিকে নসথুস কেনিগে ১৯ ও সৌরভ নেত্রভালকার ১৪ রানের ইনিংস খেললে সম্মানজনক স্কোর পায় যুক্তরাষ্ট্র। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান করে যুক্তরাষ্ট্র। নেদারল্যান্ডসের রায়ান ক্লেইন ও বাস ডি লিডে ২টি করে উইকেট নেন।
জবাবে বড় ইনিংস খেলতে পারেনি নেদারল্যান্ডসের টপ-অর্ডার ব্যাটাররা। ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ডাচরা। পঞ্চম উইকেটে ৮১ বলে ৭২ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরান তেজা নিদামানুরু ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নামের পাশে ৫৮ রান রেখে থামেন নিদামানুরু। তখন দলের প্রয়োজন ৫৭ রান।
ষষ্ঠ উইকেটে লোগান ভ্যান বিককে নিয়ে অবিচ্ছিন্ন ৫৯ রান তুলে নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন এডওয়াডর্স। এডওয়াডর্স ৬০ বলে ৬০ ও বিক ১২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন এডওয়াডর্স।