আইসিসি ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে শক্তিশালী আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়ে আরেক অঘটন ঘটালো স্কটল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে চার মেরে মাত্র ১ উইেকেটর জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। এর আগে আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়ে অঘটন ঘটিয়েছে ওমান।
বুধবার (২১ জুন) বিশ্বকাপ বাছাইপর্বের সপ্তম ম্যাচে ১ উইকেটে জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। বাছাইপর্বের ‘বি’ গ্রুপের ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল স্কটল্যান্ড ক্রিকেট দল।
টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ গড়ে টেস্ট খেলুড়ে দল আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়েও শেষ বলে চার মেরে জয় তুলে নেয় স্কটল্যান্ড।
ব্যাট করতে নেমে দলীয় ৭০ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। তবে শুরু থাক্কা সামলিয়ে খেলায় ফিরে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্ফারের ১২০ এবং জর্জ ডকরেলের ৬৯ রানের ইনিংসে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৮৬ রানের লড়াকু স্কোর পায় আইরিশরা। স্কটল্যান্ডের পক্ষে বল হাতে ৫ উইকেট শিকার করেন ব্র্যান্ডন ম্যাক্মালেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানে উদ্বোধনী জুটি ভাঙলেও আইরিশ বোলারদের দেখেশুনে খেলেন স্কটল্যান্ডের ব্যাটাররা। ব্যাট হাতে ওপেনার ক্রিস্টোফার ম্যাকব্রাইডের ফিফটি ছাড়াও মাইকেল লিস্কের অপরাজিত ৯১ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড।
জয়ের জন্য শেষ ওভারে স্কটল্যান্ডের প্রয়োজন ছিল ৮ রানের। প্রথম দুই বলে ৪ ও ১ রান নিলেও তৃতীয় বলে হারাতে হয় উইকেট। ফলে শেষ উইকেট নিয়ে কঠিন চ্যালেঞ্জে পড়ে তারা। চতুর্থ বলে কোন রান নিতে না পারায় শেষ দুই বলে লক্ষ্য দাঁড়ায় ৩ রান। পঞ্চম বলে অতিরিক্ত রান আসলে শেষ বলে লক্ষ্য দাঁড়ায় ২ রানের।
উইকেটে থাকা মাইকেল লিস্ক চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ ওভারে শ্বাসরুদ্ধকর ম্যাচটি ১ উইকেটে জয় তুলে নেয় তারা। বাছাইপর্বের নিজেদের খেলা দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের এটি প্রথম জয়। অন্যদিকে, নিজেদের খেলা দুই ম্যাচের দুটিতেই হারের স্বাদ পেল আয়ারল্যান্ড।
দিনের অপর খেলায় সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে অঘটন ঘটানো ওমান।
টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২২৭ রানের সংগ্রহ গড়েছিল সংযুক্ত আরব আমিরাত। জাববে ব্যাট করতে নেমে ২৪ বল বাকি রেখেই ৫ উইকেটে জয় তুলে নেয় ক্রিকেট ওমান। টানা দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে ওমান দল।