চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনও চূড়ান্ত করতে পারেনি আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি। তবে এশিয়া কাপের সম্ভাব্য সূচির পর বিশ্বকাপের খসড়া সূচিও তৈরি করেছে বিসিসিআই।
চূড়ান্ত না হলেও খসড়া সূচিটি ইতিমধ্যে আইসিসি ও বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে বিশ্বকাপের চূড়ান্ত সূচি।
খসড়া সূচি অনুযায়ী ২০১৯ সালের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে ৫ অক্টোবর।
১৯ অক্টোবর পুনেতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা।
এছাড়া ১৫ অক্টোবর ভারত-পাকিস্তানের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ লাখের বেশি আসন বিশিষ্ট আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
সেমি-ফাইনালের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ নভেম্বর। খসড়া সূচিতে দুই সেমি-ফাইনালের ভেন্যু জানানো হয়নি। আর ১৯ ডিসেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্ব কাপের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল।
এছাড়াও লিগ পর্বে অন্যান্য বড় ম্যাচগুলোর মধ্যে থাকছে- ৮ অক্টোবর চেন্নাইয়ে খেলবে ভারত-অস্ট্রেলিয়া, ২৯ অক্টোবর ধর্মশালায় লড়বে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ৪ নভেম্বর আহমেদাবাদে খেলবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং পহেলা নভেম্বর পুনেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
গত আসরের মতো এবারও বিশ্বকাপে অংশ নিবে ১০টি দল। সুপার লিগ দিয়ে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে ৮টি দল।
দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া বাছাইপর্বের সেরা দু’টি দল বিশ্বকাপে খেলার টিকিট পাবে।