বোলার-ব্যাটারদের নৈপূণ্যে জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো আফগানিস্তান। বাংলাদেশের আসার আগে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে আফগানিস্তান। এ নিয়ে ওয়ানডে ক্রিকেটে আটবারের দেখায় তৃতীয়বারের মতো জয় পেল আফগানিস্তান।
শুক্রবার (২ জুন) হাম্বানটোটায় টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় আফগানিস্তান। ব্যাট হাতে নেমে ভালো শুরু করতে পারেনি শ্রীলঙ্কা। ৮৪ রানেই ৪ উইকেট হারায় তারা। দিমুথ করুনারত্নে ৪, কুশল মেন্ডিস ১১, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১২ ও পাথুম নিশাঙ্কা ৩৮ রানে আউট হন।
পঞ্চম উইকেটে আফগানিস্তানের বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তোলেন চারিথ আসালঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা। শতরানের জুটির দোড়গোড়ায় পৌঁছে বিচ্ছিন্ন হন তারা। ৫১ রান করা ডি সিলভাকে শিকার করে আফগানিস্তানকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার মোহাম্মদ নবী। আসালঙ্কা-ডি সিলভা জুটি ১০৮ বলে ৯৯ রান যোগ করেন।
দলীয় ১৮৩ রানে ডি সিলভা ফেরার পর অধিনায়ক দাসুন শানাকা ও অভিষেক ম্যাচ খেলতে নামা দুশান হেমন্তকে নিয়ে ছোট-ছোট জুটি গড়েন আসালঙ্কা। শানাকা ১৭ ও হেমান্তা ২২ রানে আউট হলেও সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন আসালঙ্কা। তবে শেষ ওভারের প্রথম বলে অষ্টম ব্যাটার হিসেবে রান আউটের ফাঁদে পড়েন আসালঙ্কা। ১২টি চারের সহায়তায় ৯৫ বলে ৯১ রান করেন আসালঙ্কা।
৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৬৮ রান করে শ্রীলঙ্কা। আফগানিস্তানের ফজলহক ফারুকি-ফরিদ আহমেদ ২টি করে উইকেট নেন।
জবাবে ভালো শুরু হয়নি আফগানিস্তানেরও। ষষ্ঠ ওভারে দলীয় ২৫ রানে প্রথম উইকেট হারায় তারা। ১৪ রানে আউট হন রহমানউল্লাহ গুরবাজ। দ্বিতীয় উইকেটে ১৪৯ বলে ১৪৬ রানের জুটি গড়ে আফগানিস্তানকে দারুণভাবে ম্যাচে ফিরিয়ে আনেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমত শাহ।
দ্রুত রান তুলতে থাকা জাদরান চতুর্থ সেঞ্চুরির পথেই ছিলেন। তবে সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথার বলে আউট হন জাদরান। ১১টি চার ও ২টি ছক্কায় ৯৮ বলে ৯৮ রান করেন তিনি।
জাদরান ফেরার পর হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে ৫৫ রানে থামেন রহমত। অভিষেক ম্যাচ খেরতে নামা শ্রীলঙ্কার পেসার অভিষেক মাথিশা পাথিরানার বলে আউট হন তিনি।
চতুর্থ উইকেটে ৪৯ বলে ৪২ রান যোগ করে আফগানিস্তানের জয়ের পথ সহজ করেন অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি ও নবী। ৪টি চারে ৩৮ রান করে শাহিদি ফিরলেও নাজিবুল্লাহ জাদরানকে নিয়ে আফগানদের জয় নিশ্চিত করেন নবি।
জাদরান ৭ ও নবি ২৭ রানে অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার রাজিথা ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।
এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানিস্তান। একই ভেন্যুতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ৪ জুন সিরিজের দ্বিতীয় এবং ৭ জুন তৃতীয় ওয়ানডে খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। এরপর বাংলাদেশ সফরে আসবে রশিদ-নবীরা। ১৪ জুন স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট খেলতে মাঠে নামবে তারা।