ম্যাচ হেরে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৮ এএম, ২৮ জুলাই ২০১৮
ম্যাচ হেরে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ব্যর্থতায় র‍্যাংকিংয়ের ৮ নম্বর থেকে ৯-এ নেমে গেছে বাংলাদেশ। টেস্টের পর ওয়ানডের সিরিজের শুরুটা অবশ্য ভালো ছিল। জিতেছিল মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে হেরে যাওয়ায় প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে। ওয়ানডেতে জায়গার পরিবর্তন না হলেও ৩টি রেটিং পয়েন্ট হারিয়েছে মাশরাফিরা।

আরও পড়ুন> শেষ সময়ে হেরে বসলো বাংলাদেশ

ওয়ানডে শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। ৮ নম্বরে থাকা দলটি ৯ নম্বরে থাকা উইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলে বেড়ে যায় ১ রেটিং পয়েন্ট। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারের পর কমে গেছে ৩টি রেটিং পয়েন্ট।

আরও পড়ুন> ম্যাচ হেরে মাশরাফির কণ্ঠে হতাশা ও ক্ষোভ

এ মুহূর্তে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯১। শেষ ম্যাচেও যদি হারে তারা, রেটিং পয়েন্ট দাঁড়াবে ৮৮। জিতলে হবে ৯২।অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে জিতে উইন্ডিজের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৭০ এ।

বাংলাদেশের ওপরে রয়েছে অস্ট্রেলিয়া দল। তাদের রেটিং পয়েন্ট ১০০। বাংলাদেশের পরে অবস্থান শ্রীলঙ্কার। তাদের রেটিং পয়েন্ট ৭৭।



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ সময়ে হেরে বসলো বাংলাদেশ

শেষ সময়ে হেরে বসলো বাংলাদেশ

ম্যাচ হেরে মাশরাফির কণ্ঠে হতাশা ও ক্ষোভ

ম্যাচ হেরে মাশরাফির কণ্ঠে হতাশা ও ক্ষোভ

বিজয়কে সাজঘর দেখিয়ে তিরস্কৃত জোসেফ

বিজয়কে সাজঘর দেখিয়ে তিরস্কৃত জোসেফ

ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

ছয় বছর পর বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ