বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রান ক্লাবের সদস্য হলেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। একই সাথে দেশের জার্সি গায়ে ওয়ানডে ফলম্যাটে ব্যাট হাতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি।
সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেন মুশফিক। এ ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
এ ম্যাচে ৬০ বলে শতক করে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন মুশফিক। বাংলাদেশের এ অভিজ্ঞ ব্যাটারের ইনিংসে ১৪টি চার ও ২টি ছক্কা ছিল। এ ইনিংস খেলার পথে ৭ হাজার রান পূর্ণ করেন মুশি।
দ্বিতীয় ওয়ানডের আগে মুশফিকের পরিসংখ্যান ছিল, ২৪৩ ম্যাচের ২২৮ ইনিংসে ৬ হাজার ৯৪৫ রান। ৭ হাজার রান করতে ৫৫ রান দরকার ছিল তার। ১০০ রানের ইনিংস খেলে তামিম ও সাকিবের পর দেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রান করলেন মুশফিক।
বাংলাদেশের জার্সি গায়ে সবার আগে ওয়ানডেতে ৭ হাজার রান করেন তামিম ইকবাল। ২৩৬ ম্যাচের ২৩৪ ইনিংসে ৮১৬৯ রান আছে তামিমের। ২২৯ ম্যাচের ২১৭ ইনিংসে ৭০৮৬ রান আছে সাকিবের।
স্পোর্টসমেইল২৪/আরএস