সুযোগ করে মোহামেডানে খেলবেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ১১ মার্চ ২০২৩
সুযোগ করে মোহামেডানে খেলবেন সাকিব

মোহামেডানের হয়ে গত আসরে নাম লেখালেও খেলতে পারেননি সাকিব আল হাসান। সুপার লিগ থেকে খেলার কথা ছিল সাকিবের। কিন্তু মোহামেডান সুপার লিগে উঠতে না পারায় অন্য একটি দল বেছে নেন সাকিব।

এবার শুরুতেই মোহামেডানের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এমনকি দল বদলেও অবাক করে তিনি সিসিডিএমে উপস্থিত হয়ে চুক্তি সই করেছেন। তবে এবারও পুরো মৌসুমে তিনি খেলতে পারবেন না।

সামনেই আয়ারল্যান্ড সিরিজ, এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে ফাঁকে ফাঁকে খেলার চেষ্টা করবেন বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব।

ঢাকা লিগে এবার কতগুলো ম্যাচ খেলার সম্ভাবনা আছে? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, “ইচ্ছা আছে সবগুলো খেলার দেখা যাক কি করা যায়।”

পাশ থেকে মোহামেডানের পরিচালক মাহবুবুল আনাম বলেন, ‘জাতীয় দলের ব্যস্ততার উপর তার খেলা নির্ভর করবে।”

এরপরই অবশ্য সাকিব মোহামেডানের হয়ে খেলা নিয়ে বাস্তবতার কথা তুলে ধরেছেন।

এছাড়া গত আসরে কেন মোহামেডান সুপার লিগে পৌছাতে পারেননি এসব নিয়ে সাকিব বলেন, “আমরা অনেকগুলো খেলোয়াড় ছিলাম যারা গত বছর মোহামেডানকে সার্ভিস দিতে পারেনি। এজন্য হয়তো সুপার লিগে উঠতে পারিনি।”

তিনি বলেন, “এবার চেষ্টা করবো সবগুলো ম্যাচ খেলার! তবে মাহবুব ভাই যেটা বললেন, ব্যস্ততা। জাতীয় দলের হয়ে খেলা, আইপিএল আছে এরই মধ্যে সময় বের করে চেষ্টা করবো দলের সঙ্গে থাকার ও সার্ভিস দেওয়ার।”

তিনি বলেন, “গুরুত্বপূর্ণ হলো যে দল হিসাবে খেলতে পারা। সময় স্বল্পতা আছে এখানে পেশাদার সবাই। সবাই নিজের জায়গা থেকে সেরাটা দিয়ে খেলার চেষ্টা করলে ভালো কিছুই হবে। ”

এই দলে রয়েছেন সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ-আবু জায়েদ রাহিরা।

দল নিয়ে মাহবুবুল আনাম বলেন, “আমরা কখনই খেলোয়াড়দের চাপ দেইনা। তবে সবাইকেই বলবো দল হিসাবে খেলতে। যে যেদিন খেলার সুযোগ পাবে সেদিন যেন তার সার্ভিসটা দেয়।

এই দলে অনেকগুলো ব্যাকআপ খেলোয়াড়ও রয়েছে। যারা সুযোগ পাবে তারা যেন নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারে। ”

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব মাঠকর্মীদের দিলেন পুরস্কার, ক্যাপ চোরকে পেটালেন

সাকিব মাঠকর্মীদের দিলেন পুরস্কার, ক্যাপ চোরকে পেটালেন

তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

আকলিমা-স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

আকলিমা-স্বপ্নার জোড়া গোলে বাংলাদেশের বড় জয়

উয়েফার ক্ষতিপূরণ রিয়াল মাদ্রিদের প্রত্যাখ্যান

উয়েফার ক্ষতিপূরণ রিয়াল মাদ্রিদের প্রত্যাখ্যান