তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগেরদিনও সাকিব আল হাসানকে সেন্টার উইকেটে ডেকে নিয়ে আলোচনা করেছেন অধিনায়ক তামিম ইকবাল। সিরিজ শুরুর আগের দ্বন্দ্ব নিয়ে ছিল আলোচনা।
শেষ ম্যাচে সেই সাকিব অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে একমাত্র জয় এনে দিলেন। ম্যাচ শেষেও সাকিবকে প্রসংশায় ভাসালেন অধিনায়ক তামিম।
সোমবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৫০ রানে হারানোর পর তামিম বলেন, "সাকিব ফিনোমিনাল ছিল। সে যেভাবে ব্যাটিং করেছে। বিশেষ করে শেষ দিকের ব্যাটারদের নিয়ে। ওই সময়ের ২০-২৫ রান আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল।"
তিনি বলেন, "সত্যি বলতে উইকেটে তেমন স্পিন ছিল না। কিন্তু সে যেভাবে বোলিং করেছে, সত্যিই দুর্দান্ত ছিল। যা পরে তাইজুলকেও আত্মবিশ্বাস দিয়েছে। যার শুরুটা ভালো ছিল না। সাকিব যেভাবে বোলিং করেছে তা দেখেছে, সাকিবের সঙ্গে কথাও বলেছে। হ্যাঁ, এটি অসাধারণ পারফরম্যান্স ছিল।"
সাকিবের ক্রিকেটীয় মানসিকতা সবচেয়ে ভালো জানার কথা তামিমেরই। দীর্ঘদিন ধরেই তারা একই সঙ্গে খেলছেন। একে অন্যর সম্পর্কে সবচেয়ে ভালো জানা।
তামিম বলেন, "সাকিব মানসিকভাবে খুব শক্ত। বেশিরভাগ সময় দেখবেন যখন সে চাপে থাকে, এরকম পারফরম্যান্স করে। অতীতেও সে এমন করেছে। সে মানসিকভাবে যেমন শক্ত, তেমনি তার স্কিলসেটও দারুণ। খুব বেশি ক্রিকেটার এমনটা পারে না, যে দশ ওভার বোলিং করে এবং তার মতো ব্যাটিং করে। সে দুটিই দারুণভাবে কাজে লাগায়।"
এই সিরিজে সাকিব বোলিংয়ে নিয়েছেন ছয় উইকেট। একই সঙ্গে করেছেন ১৪১ রান। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচে হেরে সিরিজ খোয়ানোর পর মিরপুরে জ্বলে ওঠে বাংলাদেশ।
২৪৬ রান করেও বাংলাদেশ জিতেছে ৫০ রানের বড় ব্যবধানে।
স্পোর্টসমেইল২৪/জেএম