বাংলাদেশকে ৩২৭ রানের লক্ষ্য দিলো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৩ মার্চ ২০২৩
বাংলাদেশকে ৩২৭ রানের লক্ষ্য দিলো ইংল্যান্ড

ওপেনার জেসন রয়ের সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩২৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিলো ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রান করেছে সফরকারী ইংল্যান্ড। ১২৪ বলে ১৩২ রান করেন রয়।

শুক্রবার (৩ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সপ্তম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমনে এসে নাজমুল হোসেন শান্তর দারুন ক্যাচে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে ৭ রানে থামান পেসার তাসকিন আহমেদ।

দলীয় ২৫ রানে সল্ট ফেরার পর দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৫৮ রানের জুটি গড়েন ওপেনার জেসন রয় ও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ডেভিড মালান। ১৬তম ওভারে মালানকে ব্যক্তিগত ১১ রানে লেগ বিফোর আউট করে জুটি ভাঙ্গেন স্পিনার মেহেদি হাসান মিরাজ।

২১তম ওভারে জেমস ভিন্সকে ৫ রানে থামিয়ে বাংলাদেশকে তৃতীয় উইকেট উপহার দেন স্পিনার তাইজুল ইসলাম। ৯৬ রানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড।

এরপর রয়ের সাথে জুটি বাঁধেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। ২২তম ওভারের শেষ বলে রান আউটের হাত থেকে রক্ষা পান বাটলার। ৩১তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলে ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন রয়।

১০৪ বলে শতকের পর দ্রুত রান তোলার চেষ্টা করেছেন রয়। শেষ পর্যন্ত ৩৬তম ওভারে রয়কে লেগ বিফোর আউট করেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ১৮টি চার ও ১টি ছক্কায় ১২৪ বলে ১৩২ রান করেন রয়। চতুর্থ উইকেটে বাটলার রয় ৯৩ বলে ১০৯ রানের জুটি গড়েন।

রয় ফেরার পর ওয়ানডে ক্যারিয়ারের ২৪তম হাফ-সেঞ্চুরি করেন বাটলার। ৪৪তম ওভারে মিরাজের বলে পরপর দু’টি ছক্কা মারার পর আউট হন তিনি। এর আগে ৫টি চার ও ২টি ছক্কায় ৬৪ বলে ৭৬ রান করেন বাটলার। ষষ্ঠ উইকেট জুটিতে বাটলার-মঈন আলি ৪২ বলে ৫২ রান যোগ করেন।

শেষ দিকে মঈন-স্যাম কারানের ঝড়ে ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৬ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ বলে ৪২ রান করে তাসকিনের বলে লিটনকে ক্যাচ দিয়ে আউট হন মঈন।

২টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ১৯ বলে অপরাজিত ৩৩ রান করেন কারান। বাংলাদেশের তাসকিন ৩টি, মিরাজ ২টি এবং সাকিব-তাইজুল ১টি করে উইকেট নেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

মিরপুরে ইংলিশ একাদশেও সাকিব

মিরপুরে ইংলিশ একাদশেও সাকিব

মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব   

মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব  

পারফর্ম করলে নাসির চোখের আড়াল হবে না: নান্নু

পারফর্ম করলে নাসির চোখের আড়াল হবে না: নান্নু

মালানের অন্যতম সেরা সেঞ্চুরি

মালানের অন্যতম সেরা সেঞ্চুরি