মিরপুরে ইংলিশ একাদশেও সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০১ পিএম, ০৩ মার্চ ২০২৩
মিরপুরে ইংলিশ একাদশেও সাকিব

বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। মিরপুরে নিজেদের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অপরিবর্তীত একাদশ নিয়ে খেললেও ইংল্যান্ড শিবিরে আনা হয়েছে দুটি পরিবর্তন। ইংলিশ দলে ভেড়ানো হয়েছে পেসার সাকিব মাহমুদকে।

মিরপুরে দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জিতবে ইংল্যান্ড। অন্যদিকে, সিরিজ রক্ষায় দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয়ের কোন বিকল্প নেই। না হলে বাংলাদেশের জন্য চট্টগ্রামে ম্যাচটি হবে হোয়াইটওয়াশ রক্ষার।

এমন ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। যদিও প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ। তবে ২০৯ রানে গুটিয়ে যাওয়ায় ৩ উইকেটে হারের তিক্ত স্বাদ নিয়ে হয়েছিল টাইগারদের।

এদিকে, সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে খেলছে ইংল্যান্ড। প্রথম ম্যাচে না খেলা স্যাম কারান এবং সাকিব মাহমুদকে একাদশে যুক্ত করেছে ইংল্যান্ড। তাদেরকে একদাশে যুক্ত করতে জফ্রা আর্চার এবং ক্রিস ওকসকে বাইরে রেখেছে ইংল্যান্ড।

স্যাম কারানকে অলরাউন্ডার হিসেবে একাদশে নিলেও সাকিব মাহমুদকে নেওয়া হয়েছে বোলার হিসেবে। পাকিস্তানি বাবা-মার সন্তান এই ইংলিশ পেস বোলার ওয়ানডে ম্যাচ খেলেছেন মাত্র ৭টি।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হওয়া সাকিব মাহমুদ এ ফরম্যাটে সর্বশেষ খেলেছেন ২০২১ সালের জুলাইয়ে। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচের পর ইংল্যান্ডের হয়ে খেলা হয়নি কোন ওয়ানডে ম্যাচ। দীর্ঘ দিন পর বাংলাদেশের বিপক্ষে আবারও ডাক পেলেন একাদশে।

‘সাকিব’ নাম শুনলেই বাংলাদেশের সাকিব আল হাসানের কথা স্মরণ হতে পারে। তবে বিশ্বসেরা টাইগার অলরাউন্ডারের মতো লম্বা ক্যারিয়ার নয় ইংলিশ সাকিবের। ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৭টি ম্যাচ।

৭ ম্যাচের ক্যারিয়ারে সাকিব মাহমুদ উইকেট শিকার করেছেন ১৪টি। যার মধ্যে এক ম্যাচে ৪২ রানে দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এটিই তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ উইকেট শিকার।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, স্যাম কারান, দাভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, সাকিব মাহমুদ ও মার্ক উড।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টি খেলতেই আইপিএলকে ‘না’ বলেছিলেন সাকিব মাহমুদ

কাউন্টি খেলতেই আইপিএলকে ‘না’ বলেছিলেন সাকিব মাহমুদ

সাকিব-তামিম দ্বন্দ্ব, বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং : বিসিবি সভাপতি

সাকিব-তামিম দ্বন্দ্ব, বাংলাদেশ দলে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং : বিসিবি সভাপতি

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

‘পেশাদার জায়গায় ভালো বন্ধুর দরকার নেই’

মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব   

মিডিয়াতে আমার সম্পর্কে যা আসে সবই গুজব : সাকিব