অবিশ্বাস্য একটি বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে-বলে ২০২২ সালে দুর্দান্ত পারফরম্যান্স করেছেনে এই ডানহাতি অলরাউন্ডার। তার পুরস্কারও পেয়েছেন তিনি।
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন এই বাংলাদেশী ক্রিকেটার। তার স্বীকৃতি স্বরুপ একটি স্মারক ক্যাপ পাঠিয়েছে আইসিসি। সেই ক্যাপ সোমবার হাতে পেয়েছেন মিরাজ।
মিরপুর শেরেবাংলা জাতীয ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে মিরাজকে এই ক্যাপ পরিয়ে দেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। এই সময় বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন।
ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল মিরাজের। ব্যাটিং অবিশ্বাস্য পারফরম্যান্স করেন তিনি। আলো ছড়ান বোলিংয়েও। টানা দুই ম্যাচে হন ম্যাচসেরা।
বিশেষ করে কঠিন পরিস্থিতিতে তার ব্যাটিংয়ে উত্তরণের পথ খুঁজে পায় বাংলাদেশ। গত বছর ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ।
তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে চার উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রানও করেন, ছিল একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।
গত বছরের পারফরম্যান্সে তিন বিভাগেই র ্যাংকিংয়ে উন্নতি হয়েছে মিরাজের। বিশেষ করে অলরাউন্ড র ্যাংকিংয়ে তিনি শীর্ষ তিনে উঠে এসেছেন।
স্পোর্টসমেইল২৪/জেএম