সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচেও জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারালো পাকিস্তান। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে শেষ ম্যাচে আজ (রোববার) জিম্বাবুয়েকে ১৩১ রানে হারিয়েছে অধিনায়ক সরফরাজ আহমেদের দল। এ জয়ের ফলে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশের হ্যাটট্রিক করলো পাকিস্তান।
এর আগে ২০০২ ও ২০০৮ জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। বুলাওয়েতে এ ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইওয়াশ করলো সরফরাজরা।
সিরিজে এক তরফাভাবে প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছিল পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে ২০১ রানে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ উইকেটে বড় ব্যবাধানে জিতে পাকিস্তান। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে নিয়ে ছেলেখেলা করে পাকিস্তান।
দুই ওপেনার ফখর জামান-ইমাম উল হক জুটির বিশ্বরেকর্ডের ম্যাচে চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪৪ রানের বড় ব্যবধানে হারায়। উদ্বোধনী জুটিতে ৩০৪ রান করেন জামান-ইমাম। ইমাম ১১৩ রানে ফিরলেও পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন জামান।
রোববার বুলাওয়ায়োতে সিরিজের শেষ ম্যাচে ৪ উইকেটে ৩৬৪ রান করে পাকিস্তান। জবাবে ৪ উইকেটে ২৩৩ রান করে জিম্বাবুয়ে। সিরিজে এটিই তাদের সর্বোচ্চ রান।
সংক্ষিপ্ত স্কোর :
পাকিস্তান : ৫০ ওভারে ৩৬৪/৪ (ইমাম ১১০, ফখর ৮৫, বাবর ১০৬*; এমপোফু ১/৬৭, চাতারা ১/৭৯, রোচ ১/৬৫, ওয়েলিংটন মাসাকাদজা ১/৬৬)
জিম্বাবুয়ে: ৫০ ওভারে ২৩৩/৪ (হ্যামিল্টন মাসাকাদজা ৩৪, কামুনহুকামউই ৩৪, মাসভাউরে ৩৯, মারি ৪৭, মুর ৪৪*, চিগুম্বুরা ২৫*; হাসান ২/৫৫, নওয়াজ ২/৪৭)
ফল : পাকিস্তান ১৩১ রানে জয়ী
সিরিজ : ৫ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে জয়ী পাকিস্তান
ম্যান অব দ্য ম্যাচ : বাবর আজম
ম্যান অব দ্য সিরিজ : ফখর জামান।