পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোপূর্বে জিম্বাবুয়েকে দু’বার হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। এবার আবারও জিম্বাবুয়েকে হারিয়ে হোয়াইওয়াশে হ্যাটট্রিক করতে চায় পাকিস্তান।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। আজ (রোববার) সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে জিতলেই জিম্বাবুয়েকে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশ করবে পাকিস্তান।
এর আগে ২০০২ ও ২০০৮ জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের সিরিজের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। বুলাওয়েতে আজ দুপুর ১টা ১৫ মিনিটে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
সিরিজে এক তরফাভাবে প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছিল পাকিস্তান। সিরিজের প্রথম ওয়ানডে ২০১ রানে, দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ উইকেটে বড় ব্যবাধানে জিতে পাকিস্তান। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে নিয়ে ছেলেখেলা করে পাকিস্তান।
দুই ওপেনার ফখর জামান-ইমাম উল হক জুটির বিশ্বরেকর্ডের ম্যাচে চতুর্থ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৪৪ রানের বড় ব্যবধানে হারায়। উদ্বোধনী জুটিতে ৩০৪ রান করেন জামান-ইমাম। ইমাম ১১৩ রানে ফিরলেও পাকিস্তানের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল-সেঞ্চুরির স্বাদ নেন জামান।
২৪টি চার ও ৫টি ছক্কায় ১৫৬ বলে অপরাজিত ২১০ রান করেন ফখর জামান। ইমাম-জামানের রেকর্ড জুটির কল্যাণে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় পাকিস্তান। এতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশের সুযোগ তৈরি করেছে সফরকারীরা।
এ সুযোগ কাজে লাগাতে মরিয়া পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। বলেন, ‘প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের ভালো সুযোগ পেয়েছি আমরা। এমন সুযোগ সব সময় আসে না। প্রথম চার ম্যাচে ব্যাটসম্যান ও বোলাররা দারুন পারফরমেন্স করেছে। আশা করব, পঞ্চম ও শেষ ওয়ানডেতে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রাখবে দল এবং জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে সক্ষম হব।’
হোয়াইটওয়াশের লজ্জার দ্বারপ্রান্তে জিম্বাবুয়ে। তবে এ লজ্জা এড়াতে চান জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তিনি বলেন, ‘সিরিজে খারাপ পারফরমেন্সের কারণেই আমরা আজ হোয়াইটওয়াশের মুখে। শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চাই।’