বাংলাদেশ ক্রিকেটে এক সময় বড় বিজ্ঞাপন ছিলেন মোহাম্মদ আশরাফুল। টানা ফর্মে না থাকা এবং ফিক্সিং ক্যালেঙ্কারিতে শেষ হয়ে গেছে সেই অধ্যায়। খেলার মধ্যে থেকে দীর্ঘদিন জাতীয় দলে ফেরার চেষ্টা করলেও এখন আর সে আশাও করেন না তিনি। তবে নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া মাশরাফি বিন মোর্ত্তুজাকে আবারও জাতীয় দলে দেখতে চান তিনি।
রোববার (২২ জানুয়ারি) মিরপুরে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন আশরাফুল। সেখানে জাতীয় দলে ফেরার এক প্রশ্নে আশরাফুল বলেন, “এখন আর আশা (জাতীয় দলে ফেরা) করি না।”
তিনি বলে, “আমি তো যথেষ্ট ক্রিকেট খেলেছি। কিন্তু যারা তরুণ তারা যে বসে আছে, আমি তাদেরকে নিয়ে চিন্তিত। আমি এখন শুধু খেলতে চাই। আর হয়তো একটা-দুটা সিজন খেলবো, তারপর তো... যথেষ্ট ইনশা-আল্লাহ।”
দুই-এক সিজন পর অবসরের ইঙ্গিত দিলেও ক্রিকেটের সঙ্গেই থাকতে চান আশরাফুল। তিনি বলেন, “এখনও সেভাবে চিন্তা করিনি (অবসর)। তবে ক্রিকেটের সঙ্গে থাকতে চাই। যেহেতু আমার খেলার একটা অভিজ্ঞতা আছে। আমি সেই জিনিসগুলো শেয়ার করতে চাই।”
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাশরাফি বিন মোর্ত্তজা চলতি বিপিএলে দুর্দান্ত খেলছেন। এখন পর্যন্ত ৬ ম্যাচে বল হাতে শিকার করেছেন ৯টি উইকেট, যা চলমান বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকার।
টি-টোয়েন্টি থেবে অবসর নিলেও ওয়ানডে খেলা চালিয়ে যেতে চাওয়া মাশরাফিকে নিয়ে আশরাফুল বলেন, “পারফরম্যান্সে তো অবশ্যই জাতীয় দলে আসা উচিত মাশরাফির। আপনি যদি সব মিলিয়ে দেখেন, তরুণ পেসার যারা আছে তাদের থেকে ইকোনোমি, উইকেট সব কিছুতেই ভালো। তবে এখন সে (মাশরাফি) খেলবে কি-না এটা গুরুত্বপূর্ণ।”
স্পোর্টসমেইল২৪/আরএস