প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে সর্বোচ্চ সাত রান ডেভন কনওয়ের। বাকি চারজন ফিন অ্যালান ০, হ্যারি নিকোলস ২ এবং ড্যারি মিচেল ও টম লাথাম এক রান করে করেন। ১৫ রানে নেই পাঁচ উইকেট। সেই থাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন গ্লেন ফিলিপস ও আগের ম্যাচে তান্ডব চালানো ব্রেসওয়েল।
তাদের সাথে মিচেল স্যান্টনারের ব্যাটিংয়ে বিপর্যের ধাক্কা কিছুটা কাটালেও নিউজিল্যান্ড অলআউট হয় মাত্র ১০৮ রানে। শনিবার রায়পুরে তিনম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই রান তাড়ায় ভারত ম্যাচ জিতে নেয় মাত্র ২০.১ ওভারে। দুই উইকেট হারিয়ে। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল রোহিত শর্মার ভারত।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড প্রথম ওভারেই ওপেনার অ্যালেনকে হারায়। এরপর রান তোলার চেয়ে উইকেটে টিকে থাকার লড়াই করে গেছেন কনওয়ে ও নিকোলস। তবে শেষ রক্ষা হয়নি। মোহাম্মদ শামি-মোহাম্মদ সিরাজের বোলিং তোপে উইকেটেই টিকতেই পারেনি টপ অর্ডার। দশম ওভারে নিউজিল্যান্ড পাঁচ উইকেট হারায়। রান তখন মাত্র ১৫।
সেই ধাক্কা মিডল সামলে এগিয়ে যাওয়ার আভাস দিয়েছিল ফিলিপস-ব্রেসওয়েল।ফিলিপস করেন ৩৬, ব্রেসওয়েল ২২ এবং স্যান্টনার ২৭ রান করেন। ম্যাচেই মাত্র এই তিন ব্যাটারই দুই অংক ছুঁতে পারেন। ৩৪.৩ ওভারে ১০৮ রানে অলআউট হয় সফরকারীরা।
ভারতের চার পেসার ছয় ওভার করে বোলিং করেন। শামি ১৮ রান দিয়ে নেন তিন উইকেট। সিরাজ মাত্র ১০ রান দেন, শারদুল ঠাকুর দেন২৬ রান। দু'জনেই একটি করে উইকেট পান। হার্দিক পান্ডিয়া তিন মেডেনসহ ১৬ রান দিয়ে নেন দুই উইকেট।
জবাবে আক্রমণাত্বক ব্যাটিংয়ে এগিয়ে যান রোহিত শর্মা।তিনি আউট হন হাফ সেঞ্চুরি করে। ৫০ বলে ৫১ করে ফেরেন তিনি। আগের ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান শুবমান গিল ৫৩ বলে অপরাজিত ৪০ রানে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
স্পোর্টসমেইল২৪/জেএম