বড় অঙ্কের জরিমানা দিলো ভারতীয় ক্রিকেট দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০২৩
বড় অঙ্কের জরিমানা দিলো ভারতীয় ক্রিকেট দল

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ভারতীয় ক্রিকেট দলকে আর্থিক জরিমানা করেছে আইসিসি। জরিমানা হিসেবে রোহিত-কোহলিদের ম্যাচ ফির ৬০ শতাংশই কেটে নেওয়া হয়েছে।

আইসিসি শুক্রবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়, নির্ধারিত সময়ে তিন ওভার বল কম করায় ভারত দলের সবার ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, ম্যাচের নির্ধারিত সময়ে খেলা শেষ করতে না পারলে বাড়তি সময়ে প্রতি ওভারের জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নির্ধারিত সময় শেষে আরও ৩ ওভার বল করেছিল ভারত। পরে জরিমানার বিষয়টি ভারত দলের অধিনায়ক রোহিত স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন হয়নি।

বুধবার হায়দরাবাদে অনুষ্ঠিত ওই ম্যাচে ১২ রানে জয় পেয়েছে ভারত। শুভমান গিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ৩৪৯ রানের সংগ্রহ গড়েছিল স্বাগতিক ভারত।

জবাবে মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৩৭ রান তুলতে পারে নিউজিল্যান্ড। ওই জয়ে তিন ম্যাচ সিরিহে ১-০তে এগিয়ে রয়েছে ভারত।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষের ঝড়ে শুবমান গিলের অবিশ্বাস্য ডাবল

শেষের ঝড়ে শুবমান গিলের অবিশ্বাস্য ডাবল

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়লো ভারত

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়লো ভারত

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির দুই রেকর্ড

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির দুই রেকর্ড

আরও একটি অস্ত্রোপচার লাগবে পান্তের

আরও একটি অস্ত্রোপচার লাগবে পান্তের