কোহলি চতুর্থ সিরাজ তৃতীয়, অলরাউন্ডার শীর্ষে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৯ জানুয়ারি ২০২৩
কোহলি চতুর্থ সিরাজ তৃতীয়, অলরাউন্ডার শীর্ষে সাকিব

আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিং তালিকায় চতুর্থস্থানে উঠলেন ভারতের বিরাট কোহলি। আর বোলিং তালিকায় তৃতীয়স্থানে উঠলেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। এটি সিরাজের ক্যারিয়ার সেরা র‌্যাংকিং। এছাড়া অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব আল হাসান।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বুধবার র‌্যাংকিংয়ের হালনাগাদ অবস্থা প্রকাশ করেছে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২টি সেঞ্চুরিতে ২৮৩ রান করেছেন কোহলি। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্সের পুরস্কার হিসেবে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার। দুই ধাপ এগিয়ে ৭৫০ রেটিং নিয়ে চতুর্থস্থানে এখন কোহলি।

কোহলির সামনে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন ও কুইন্টন ডি কক। বাবরের রেটিং ৮৮৭, ডুসেনের ৭৬৬ ও ডি ককের ৭৫৯।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল। সিরিজে ২০৭ রান করেন তিনি। দশ ধাপ এগিয়ে ২৬তমস্থানে উঠেছেন গিল।

সিরিজে ৩ ম্যাচে সর্বোচ্চ ৯ উইকেট শিকারী ছিলেন সিরাজ। যার স্বীকৃতি হিসেবে ৬৮৫ রেটিং নিয়ে ১৫ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে সিরাজ। ৭৩০ রেটিং নিয়ে সবার উপরে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডের রেটিং ৭২৭।

গত সপ্তাহে শেষ হওয়া পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ডেভন কনওয়েল ও কেন উইলিয়ামসনের। নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন সপ্তম স্থানে ও কনওয়ে এখন আছেন ৫০তম স্থানে।

বোলারদের মধ্যে ১২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজ। সিরিজের ৬ উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি স্পিনার।

ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে সবার উপরে আছেন অধিনায়ক তামিম ইকবাল। ৬৫৫ রেটিং নিয়ে ১৬তমস্থানে আছেন তিনি। বোলারদের তালিকায় ৬৫২ রেটিং নিয়ে সপ্তমস্থানে সাকিব আল হাসান। ৩৮৯ রেটিং নিয়ে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব।

স্পোর্টসমেইল২৪/আরএস


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির দুই রেকর্ড

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির দুই রেকর্ড

টেস্টে পেছালেন সাকিব-মুশফিক, সেরা র‌্যাংকিংয়ে লিটন

টেস্টে পেছালেন সাকিব-মুশফিক, সেরা র‌্যাংকিংয়ে লিটন

সাকিব শীর্ষেই মিরাজ তিনে

সাকিব শীর্ষেই মিরাজ তিনে

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাটকে ছাড়িয়ে গেলেন লিটন দাস

টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিরাটকে ছাড়িয়ে গেলেন লিটন দাস