শেষের ঝড়ে শুবমান গিলের অবিশ্বাস্য ডাবল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩
শেষের ঝড়ে শুবমান গিলের অবিশ্বাস্য ডাবল

১৩৭ বলে শুবমান গিলের রান ছিল ১৬৯। ১৪৫ বলে রান হয়ে গেল ২০০! এই আট বলের মধ্যে তিনি মেরেছেন পাঁচ ছক্কা। আগ্রাসী ব্যাটিংয়ে শুবমান নিজের জাত চেনালেন। শ্রীলঙ্ককার বিপক্ষে আগের ম্যাচে বিরাট কোহলির ১৬৬* রান দেখে গিল বলেছিলেন, "বিরাট কোহলির মতো ব্যাটারদের কাছে শেখার আছে কিভাবে ইনিংসটা বড় করতে হয়।" পরের ম্যাচেই সর্ব কনিষ্ঠ ব্যাটার হিসাবে করে ফেলেন ডাবল সেঞ্চুরি।

হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১৪৮ বলে ২০৮ রান করে আউট হন গিল। একই সঙ্গে ভারতের দ্রুততম এবং বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে ওয়ানডে ক্রিকেটে এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করলেন ২৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।

১৮২ থেকে লকি ফার্গুসনের বলে টানা তিন ছক্কায় ডাবল সেঞ্চুরি পূরণ করেন। বাংলাদেশের বিপক্ষে ইশান কিষানের ডাবল সেঞ্চুরির পরও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকে একাদশের বাইরে রেখে গিলের ওপর ভরসা রেখেছিল ভারত। সেই ভরসারই প্রতিদান দিয়ে যাচ্ছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে তিন ইনিংসে করেছেন একটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি।

গত বছর ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ২৪ বছর ১৪৫ দিনে দুইশ করে যে রেকর্ড গড়েছিলেন কিষান। তা টিকে রইল মাত্র ৩৮ দিন। তাকে টপকে ২৩ বছর ১৩২ দিন বয়সে দুইশ করলেন গিল। একইদিনে ১৯ ইনিংসে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন গিল। ভারতের হয়ে যা দ্রুততম। সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততমও।

এদিকে এখন পর্যন্ত সব মিলে ওয়ানডেতে হয়েছে দশটি ডাবল সেঞ্চুরি। প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারতের ব্যাটিং জাদুকর শচীন টেন্ডুলকার। শুবমান ভারতের হয়ে করলেন সপ্তম ডাবল সেঞ্চুরি। কাল তার ব্যাটিংয়ে ভারত করতে পারে আট উইকেটে ৩৪৯ রান।


স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

ইশান কিষানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি

ইশান কিষানের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির দুই রেকর্ড

টেন্ডুলকারকে ছাড়িয়ে কোহলির দুই রেকর্ড

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়লো ভারত

শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়ে নতুন রেকর্ড গড়লো ভারত

পাকিস্তানকে বড় হারের স্বাদ দিয়ে সিরিজে ফিরলো নিউজিল্যান্ড

পাকিস্তানকে বড় হারের স্বাদ দিয়ে সিরিজে ফিরলো নিউজিল্যান্ড