দ্রুত আউট হয়ে যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। কিন্তু দায়িত্ব নিয়ে খেলেছেন লোকেশ রাহুল। ভেঙে পড়া ইনিংসকে ধরেছেন। দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন। চাপের মধ্যে ম্যাচ জেতানো ইনিংস নিয়ে জানালেনও রাহুল। কলকাতার ইডেন গার্ডেন্সে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ভারতের জয় চার উইকেটে। ২১৬ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৪০ বল বাকি থাকতে। লক্ষ্য তারা করতে নেমে প্রায় হারতেই বসেছিল ভারত। পরে দলের হাল ধরেন রাহুল।
তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিকরা। সফরে টি ২০ পর ওয়ানডে সিরিজও হারল শ্রীলংকা। আগামী রোববার শেষ ম্যাচে তাদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।
শ্রীলংকা হয়ে অভিষেকে ব্যাট হাতে আলো ছড়ান নুয়ানিদু ফার্নান্দো। এই ওপেনার ৬৩ বলে খেলেন ৫০ রানের ইনিংস। আর কেউ চল্লিশেও যেতে পারেননি। কিন্তু ব্যাটিংয়ের জন্য উইকেট এতটাও খারাপ ছিল না বলে মনে করেছেন রাহুল। তিনি বলেছেন, ‘‘বলব না উইকেট পাটা ছিল। তবে ব্যাট করা অসম্ভবও ছিল না। বল খুব বেশি সুইং করছিল না। তবে বাউন্স একটি অসমান ছিল। এই উইকেটে আমাদের বোলাররা খুব ভাল বল করেছে। শ্রীলঙ্কাকে ২১৫ রানে আটকে রাখা সহজ ছিল না।’’
শ্রীলংকার বোলারদের প্রশংসা করে রাহুল বলেছেন, ‘‘যখন ব্যাট করতে নামলাম তখন চার উইকেট পড়ে গিয়েছে। তাই শুরুতে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিলাম। আক্রমণাত্মক ব্যাট করার প্রয়োজনও ছিল না। কারণ, প্রতি ওভারে ৩-৪ রান করতে হত। তাই ধীরে সুস্থে খেলছিলাম। শেষ পর্যন্ত টিকে থাকার লক্ষ্য নিয়েছিলাম। সেটা করতে পেরেছি।’’
নিজের স্বাভাবিক খেলা খেলতে না পারলেও আক্ষেপ নেই রাহুলের। তিনি জানিয়েছেন, দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসাবে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেন তিনি। রাহুল বলেছেন, ‘‘গুয়াহাটিতে আক্রমণাত্মক খেলেছিলাম। সেটাই আমার স্বাভাবিক খেলা। কিন্তু সেটা এখানে খেলা সম্ভব ছিল না। পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে। সেটাই আমার কাজ।’’
স্পোর্টসমেইল২৪/জেএম