টেস্ট দলপতি জো রুটের সেঞ্চুরি ও অধিনায়ক ইয়োইন মরগানের হাফ-সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এর ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিলো ইংলিশরা।
লিডসে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় তারা। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা ২ রান করে সাজঘরে ফিরেন। এরপর দলের হাল ধরেন আরেক ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক বিরাট কোহলি। দু’জনে ৭১ রান যোগ করেন।
ধাওয়ান ৪৪ রানে থামলেও ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম হাফ-সেঞ্চুরি তুলে নেন কোহলি। ৮টি চারে ৭২ বলে ৭১ রান করে বিদায় নেন কোহলি। এরপর দলের হয়ে বড় স্কোর করতে পারেননি পরের দিকের ব্যাটসম্যানরা। ফলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রার করে ভারত। মিডল-অর্ডারে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৬৬ বলে ৪২ ও লোয়ার-অর্ডারে শারদুল ঠাকুর অপরাজিত ২২ রান করেন। ইংল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন পেসার ডেভিড উইলি ও স্পিনার আদিল রশিদ।
২৫৭ রানের লক্ষ্যে ৭৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। ওপেনার জেমস ভিন্স ২৭ ও জনি বেয়ারস্টো ৩০ রান করে আউট হন। এরপর তৃতীয় উইকেটে ২১৩ বলে অবিচ্ছিন্ন ১৮৬ রানের জুটি গড়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন রুট ও মরগান।
ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরির স্বাদ নিয়ে ১শ’ রানে অপরাজিত থাকেন রুট। তার ১২০ বলের ইনিংসে ১০টি বাউন্ডারি ছিল। এছাড়া মরগান ৯টি চার ও ১টি ছক্কায় ১০৮ বলে অপরাজিত ৮৮ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। সিরিজ সেরা হন ইংল্যান্ডের জোর রুট। দ্বিতীয় ম্যাচেও অপরাজিত ১১৩ রান করেছিলেন রুট।