শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০০ পিএম, ১৭ জুলাই ২০১৮
শ্রীলঙ্কাকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আরিফুল হক, ছবি : ফেসবুক

তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ২ রানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। ৪২ রানের জুটি গড়েন দুই ওপেনার মিজানুর রহমান ও সৌম্য সরকার। ২৪ রান করে সৌম্য ফিরে গেলেও হাফ-সেঞ্চুরি তুলে থামেন মিজানুর। ৪টি চার ও ৩টি ছক্কায় ১০৭ বলে ৬৭ রান করেন মিজান।

পরের দিকে মিডল-অর্ডারে তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় ৫০ ওভারে ৭ উইকেটে ২৮০ রান সংগ্রহ বাংলাদেশ ‘এ’ দল। ফজলে মাহমুদ ৬৩ বলে ৫৯, অধিনায়ক মোহাম্মদ মিথুন ৪৪ বলে ৪৪ ও আরিফুল হক ২২ বলে ৪৭ রান করেন।

জয়ের জন্য ২৮১ রানের লক্ষ্যে শুরুতে কিছুটা চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। স্কোরবোর্ডে ৭২ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। তবে মিডল-অর্ডার ব্যাটসম্যান দাসুন শানাকার দৃঢ়তায় লড়াইয়ে ফেরে শ্রীলঙ্কা। লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা শানাকাকে ভালো সঙ্গ লড়াইয়ে ফেরে শ্রীলঙ্কা। কিন্তু শেষদিকে বাংলাদেশ বোলারদের নৈপুণ্যের কাছে হার মানে সফরকারীরা।

ইনিংসের শেষ বলে শেষ উইকেট হারানোয় ৫০ ওভারে ২৭৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। শানাকা ৭৮ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন। বাংলাদেশের খালেদ আহমেদ ৪টি, শরিফুল ইসলাম ৩টি ও আরিফুল হক ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের আরিফুল।



শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী দল ঘোষণা

টাইগারদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী দল ঘোষণা

ব্যাটিং ব্যর্থতায় টেস্ট র‌্যাংকিংয়ে নিচে নামলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় টেস্ট র‌্যাংকিংয়ে নিচে নামলো বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই শেষ বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় তিন দিনেই শেষ বাংলাদেশ

এবার ১৪৯ রানে অলআউট বাংলাদেশ

এবার ১৪৯ রানে অলআউট বাংলাদেশ