ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে তারা। সর্বশেষ ২০১৬ সালের পর সাদা বলে ক্রিকেট খেলতে বাংলাদেশ সফরে আসছে ইংলিশরা।
মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিসিবি তথ্যানুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবে ইংল্যান্ড ক্রিকেট দল।
সফরে মূল লড়াইয়ের আগে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। আর মূল লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১ মার্চ। এরপর ৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে খেলার পর চট্টগ্রাম চলে যাবে সিরিজের বাকি ওয়ানডে।
৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে ছাড়াও সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচও অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ার পর সিরিজের বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ মার্চ অনুষ্ঠিত হবে মিরপুরে।
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে, ১ ও ৩ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে, ৬ মার্চ।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
স্পোর্টসমেইল২৪/আরএস