টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশানুয়ায়ী খেলতে পারেননি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে ঘরের মাটিতে নিজের সেরাটা দিতে মুখিয়ে ছিলেন বাঁ-হাতি এ অলরাউন্ডার। নিজের প্রিয় মাঠ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরে বল হাতে সেই সেরা ছন্দের সাকিবকে পাওয়া গেল।
দীর্ঘদিন পর বাংলাদেশে সফরে আসা ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই সাকিব গড়লেন সেরা বোলিং ফিগার। পেলেন ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে রোববার সাকিবের বোলিং ফিগার ছিল ১০-২-৩৬-৫।
ওয়ানডেতে ক্রিকেটে এর আগে ভারতের বিপক্ষে তিন উইকেটের বেশি নিতে পারেননি সাকিব। ওয়ানডেতে ১৯তম ম্যাচে এসে প্রথম পাঁচ উইকেটের দেখা পেলেন। ভারতের বিপক্ষে তার আগের সেরা ছিল ২৭ রানে তিন উইকেট। তবে ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিং ফিগার মোস্তাফিজুর রহমানের। ২০১৫ সালে ৪৩ রানে ছয় উইকেট নিয়েছিলেন বাঁহাতি এ পেসার। এছাড়া পাঁচ উইকেট নিতে পেরেছেন আর কেবল ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
ভারতের বিপক্ষে ম্যাচের ১১তম ওভারে ওপেনার রোহিত শর্মাকে বোল্ড করে উইকেট নেওয়া শুরু হয় সাকিবের। এরপর ফেরান ভারতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার বিরাট কোহলিকেও। অবশ্য কোহলিকে ফেরানোতে অধিনায়ক লিটন দাসের বড় অবদান ছিল। দারুণ ক্যাচ নেন তিনি।
দ্বিতীয় স্পেলে এসে পর পর দুই ওভারে তিন উইকেট তুলে নেন সাকিব। ৩৩তম ওভারে থিতু হয়ে যাওয়া ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে দেন অন্যতম বিশ্বসেরা অলরাউন্ডার। পরে ওভারে এসেই দুর্দান্ত এক ডেলিভারিতে শার্দুল ঠাকুরকে বোল্ড করে দেন সাকিব।
দুই বল পর সাকিবের শিকার নতুন ব্যাটার হিসাবে নামা দীপক চাহার। এবার বল আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিও আউট হলেও রিভিউ নেন চাহার। তাতে অবশ্য লাভ হয়নি। আম্পায়ার আঙুল উচিয়ে জানিয়ে দেন সাকিবের শিকারের সংখ্যা পাঁচ।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে দু’বার এবং আফগানিস্তানের বিপক্ষে একবার পাঁচ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে ২৯ রানে পাঁচ উইকেট সাকিবের সেরা বোলিং ফিগার।
স্পোর্টসমেইল২৪/আরএস