টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৪ ডিসেম্বর ২০২২
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে সিরিজে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল ইনজুরিতে পড়ায় পুরো সিরিজে নেতৃত্ব দিচ্ছেন লিটন কুমার দাস।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমানের সঙ্গে পেস বোলিং আক্রমণে রয়েছেন ইবাদত হোসেন চৌধুরী এবং হাসান মাহমুদ। আর সাকিব আল হাসানের সঙ্গী হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ।

তামিম ইকবাল না থাকায় টপ অর্ডারে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও এনামুল হক বিজয়। তবে মিডল অর্ডারে জায়গা হয়নি ইয়াসির আলি চৌধুরি রাব্বির।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছে কুলদিপের। ইনজুরির কারণে খেলতে পারছেন না পান্ত। পান্ত না থাকায় উইকেটের পেছনে দাঁড়াবেন লোকেশ রাহুল। আর পেসার কুলদিপ সেনকে অভিষেক করা হয়েছে। এছাড়া ভারতের হয়ে মাঠে খেলছেন চার পেসার।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, শাহবাজ আহমেদ, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার, কুলদিপ সেন।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত ম্যাচ

ভারতের বিপক্ষে অধিনায়ক তামিমের ওয়ানডে সিরিজ শেষ

ভারতের বিপক্ষে অধিনায়ক তামিমের ওয়ানডে সিরিজ শেষ

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দল

ড্রাফট শেষে যেমন হলো বিপিএলের দল

ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে

ভারতের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে চট্টগ্রামে