জিতলেই সেমি-ফাইনাল নিশ্চিত -এমন সমীকরণে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া এক ম্যাচ পড়ে এ ম্যাচে আবারও একাদশে ফিরেছেন সৌম্য সরকার।
গ্রুপ-২ এ দিনের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। যার ফলে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার জয়ী দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ, এ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে প্রথমবারের মতো সেমিতে খেলবে এবং ইতিহাস রচনা করবে।
ইতিহাসের হাতছানি দেওয়া এমন ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। শরিফুল ইসলাম, ইয়াসির আলী এবং হাসান মাহমুদকে বাদ দিয়ে সৌম্য সরকারকে ফিরিয়ে নাসুম আহমেদ এবং ইবাদত হোসেনকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, ইবাদত হোসেন এবং মোস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, মোহাম্মদ হারিস, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ।
স্পোর্টসমেইল২৪/আরএস