বাংলাদেশে চলমান নারী এশিয়া কাপের ফাইনালে উপস্থিত থাকবেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি এবং দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এছাড়া সৌরভ গাঙ্গুলির সাথে বিসিবিআই-এর সচিব জয় শাহ’র বাংলাদেশ সফরে আসার সম্ভবানা রয়েছে।
বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এশিয়া কাপের ফাইনালে গাঙ্গুলি এবং জয় শাহ উপস্থিত থাকবেন।”
বাংলাদেশের সিলেটে অনুষ্ঠিতব্য হচ্ছে নারী এশিয়া কাপ ২০২২। টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়ার সাতটি দেশ আসরে অংশ নিয়েছে। স্বাগতিক বাংলাদেশসহ আসরে অংশ নেওয়া দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত।
১ অক্টোবর থেকে শুরু হওয়া নারী এশিয়া কাপে মঙ্গলবার (৪ অক্টোবর) পর্যন্ত আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। যেখানে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। নিজেদের খেলা তিনটি ম্যাচেই জয় তুলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।
এছাড়া টেবিলে ভারতের পরেই রয়েছে পাকিস্তান নারী ক্রিকেট দলের অবস্থান। দুই ম্যাচ খেলা পাকিস্তান দুটিতেই জয় নিয়ে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এছাড়া ৩ ম্যাচে ২ জয় দিয়ে ৪ পয়েন্ট অর্জন করায় তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা।
বাকি থাকা চারটি দলই ২টি করে ম্যাচ খেলেছে। তাদের মধ্যে একমাত্র স্বাগতিক বাংলাদেশ একটি জয়ে ২ পয়েন্ট অর্জন করলেও বাকি তিন দল থাইল্যান্ড, আরব আমিরাত এবং মালয়েশিয়ার নারী দলের পাশে এখনো কোন পয়েন্ট যোগ হয়নি।
চলতি মাসের প্রথম দিন থেখে সিলেটে শুরু হওয়া নারী এশিয়া কাপের পর্দা নামবে ১৫ অক্টোবর (শনিবার)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল প্রতিযোগিতা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বিসিসিআই সভপতি সৌরভ গাঙ্গুলি উপস্থিত থাকবেন।
স্পোর্টসমেইল২৪/আরএস