এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২
এশিয়া কাপ জয়ে শ্রীলঙ্কা পেল দেড় কোটি টাকা

ফাইনালে দুর্দান্ত লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ১৫তম এশিয়া কাপের শিরোপা জয় করেছে শ্রীলঙ্কা। ২০১৪ সালের পর এশিয়া কাপের ষষ্ঠবারের মতো সেরার মুকুট পড়লো লঙ্কানরা। এশিয়া কাপের শিরোপা জয়ে শ্রীলঙ্কা পেয়েছে প্রায় দেড় কোটি টাকা।

এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রাইজমানি হিসেবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৯৪৬ টাকা। ফাইনালে ২৩ রানে হেরে যাওয়া রানার্সআপ দল পাকিস্তান পেয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭১ লাখ ২৭ হাজার ৯৭৩ টাকা।

ফাইনালে ৪৫ বলে অপরাজিত ৭১ রান করে সেরা খেলোয়াড় হয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপাকসে। ম্যাচ সেরা হিসেবে রাজাপাকসে পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার ১৯৮ টাকা।

শ্রীলঙ্কার শিরোপা জয়ে অবদান ছিল স্পিন অলরাউন্ডার হাসারাঙ্গা ডি সিলভার। আসরে ব্যাট হাতে ৬৬ রান ও বল হাতে ৯ উইকেট নেন হাসারাঙ্গা। ফলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন হাসারাঙ্গা। এতে ১৫ হাজার ডলার পেয়েছেন তিনি। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ২৫ হাজার ৫৯৪ টাকা।

ফাইনালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। বিপরীতে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়লেও ভানুকা রাজাপাকসের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ১৭০ রানের সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। জবাবে ইনিংসের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে ১৪৭ রান করে পাকিস্তান।

দেশে রাজনৈতিক ও অর্থনৈকিত অবস্থা ভালো না থাকায় কষ্টে রয়েছে শ্রীলঙ্কার জনগণ। তাদের মাঝে হাসি ফুটাতে পেরে গর্বিত শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এই নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ ষষ্ঠবার এশিয়া কাপে শিরোপা জিতলো লঙ্কানরা। সর্বোচ্চ সাতবার শিরোপা ঘরে তুলেছে ভারত।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিক রিজওয়ান

এশিয়া কাপে সর্বোচ্চ রানের মালিক রিজওয়ান

নিজের ঘাড়ে হারের দায় নিলেন শাদাব খান

নিজের ঘাড়ে হারের দায় নিলেন শাদাব খান

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে এশিয়ার ষষ্ঠ শিরোপা শ্রীলঙ্কার

পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে এশিয়ার ষষ্ঠ শিরোপা শ্রীলঙ্কার

এশিয়া কাপ: মারামারির ঘটনায় ৩৯১ আফগান সমর্থক গ্রেফতার

এশিয়া কাপ: মারামারির ঘটনায় ৩৯১ আফগান সমর্থক গ্রেফতার