ব্যাট হাতে ওয়ানডেতে চরম দুঃসময় পার করছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। অফ ফর্মের জেড়ে বিশ্বকাপের এক বছর আগে ওয়ানডেকে বিদায় জানালেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচই হবে ফিঞ্চের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ।
শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ওয়ানডে থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন ফিঞ্চ। এর মানে, ২০২৩ সালে ভারতে ওয়ানডে বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক পাচ্ছে অস্ট্রেলিয়া।
চলতি বছর ব্যাট হাতে তার অবস্থা জঘন্য! ১৩টি ওয়ানডে খেলে ২০২২ সালে ফিঞ্চের সগ্রহ ১৩ গড়ে মাত্র ১৯৬ রান। যেখানে পাঁচবারই আউট হয়েছেন শূন্য রানে। এরকম বাজে অবস্থায় ওয়ানডেকে বিদায় দেওয়াটাই সঠিক সময় বলে মনে হয়েছে ফিঞ্চের।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে নতুন অধিনায়ককে দল গোছানোর সময় দিতেই এক বছর আগে সরে দাড়ালেন ফিন্স, সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।
ক্যারিয়ারের ভালো, খারাপ সময়ে পাশে থাকার জন্য ক্রিকেট বোর্ড, সতীর্থ এবং সর্বপরি সমর্থকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছনে এই অজি অধিনায়ক।
Australia's outgoing ODI captain Aaron Finch has revealed why the 'time is right' to hand over the reins of the nation's 50-over side.#AUSvNZ | @joshschon https://t.co/5aK8dnWtIr
— cricket.com.au (@cricketcomau) September 10, 2022
অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ১৪৫টি ওয়ানডে খেলেছেন ফিঞ্চ। যেখানে ৫৪ ম্যাচে নেত্বতৃ দিয়ে অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছেন ৩০ ম্যাচে। ব্যাট হাতে এ সময়ে ১৭ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে গড়ে ৫০৪১ রান করেছেন ফিন্স।
তবে ওয়ানডে ছাড়লেও আপাতত টি-টোয়েন্টি চালিয়ে যাবেন তিনি। ঘরের মাঠে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়াকে নেত্বতৃ দিবেন এই ডানহাতি ব্যাটার।
স্পোর্টসমেইল২৪/এসকেডি