অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো জিম্বাবুয়ে

স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে দুর্দান্ত এক জয় তুলে সফরতকারী জিম্বাবুয়ে। রায়ান বার্লের বোলিং ঘুর্ণিতে অস্ট্রেলিয়াকে স্বল্প রানে আটকে রেখে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের এটি প্রথম জয়।

জিম্বাবুয়ে ঐতিহাসকি এ বল হাতে অবদান রাখেন রায়ান বার্ল। ৩ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে একাই তুলে নিয়েছেন ৫টি উইকেট। ফলে ৩১তম ওভারের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১৪১ রান।

জবাবে ব্যাট করতে নেমে ৬৬ বল বাকি থাকতেই ৩ উইকেটে জয় তুলে নেয় জিম্বাবুয়ে। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে।

অস্ট্রেলিয়াকে ১৪১ রানে আটকে রেখে ব্যাট করতে নেমে বেশ আত্মবিশ্বাসী ছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটি থেকে আসে ৩৮ রান। দুই ওপেনার তাকুদজওয়ানাশে কাইতানো এবং তাদিওয়ানাশে মারুমানি এ জুুটি গড়েন।

শুরুতে ভালো করলেও কাইতানো ১৯ ও মারুমারি ৩৫ রান করে সাজঘরে ফিরলে শঙ্কায় পড়ে যায় জিম্বাবুয়ে। কারণ, ব্যাট হাতে ওয়েসলে মাধভের (২), শন উইলিয়ামস (০) ও সিকান্দার (৮) দ্রুতই ঘরে ফিরেন।

৩৮ রানের উদ্বোধনী জুটির পর ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় সফরকারীরা। তবে অধিনায়ক চাকাভা ব্যাট হাতেও সামনে থেকে নেতৃত্ব দেন। অধিনায়কের সাথে টনি মুনিয়োঙ্গা এবং রায়ান বার্লের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

এর আগে জিম্বাবুয়ের পেসাররা শুরুতে অস্ট্রেলিয়াকে চাপে ফেলার পর লেগ স্পিনার রায়ার্ন বার্ল বিস্ময় উপহার দেন। বল হাতে মাত্র ওভার হাত ঘুরিয়ে ১০ রানে শিকার করেন ৫ উইকেট।

ফলে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন আপ গুটিয়ে যায় মাত্র ১৪১ রানে। ব্যাট হাতে সর্বোচ্চ ৯৪ রান করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। এছাড়া গ্লেন ম্যাক্সওয়েলের ১৯ রান ছাড়া বাকি সবাই ছিলেন সিঙ্গেল ডিজিটে।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশকে লজ্জা দেওয়া জিম্বাবুয়ে ভারতের কাছে হোয়াইটওয়াশ

বাংলাদেশকে লজ্জা দেওয়া জিম্বাবুয়ে ভারতের কাছে হোয়াইটওয়াশ

মুজারাবানি-সিকান্দার রাজাদেরকেও পাবে না বিপিএল

মুজারাবানি-সিকান্দার রাজাদেরকেও পাবে না বিপিএল

দ্বিতীয় ম্যাচে নার্ভাস হয়ে পড়েছিল বাংলাদেশ: বিজয় 

দ্বিতীয় ম্যাচে নার্ভাস হয়ে পড়েছিল বাংলাদেশ: বিজয় 

আফিফের ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ তামিম

আফিফের ব্যাটিং প্রশংসায় পঞ্চমুখ তামিম