অস্ট্রেলিয়ার টাউনসভিল শহরে এক গাড়ি দূর্ঘটনায় ওপারে পাড়ি জমিয়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। ওই শহরেই জিম্বাবুয়ের বিপক্ষে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। এই ম্যাচে জিম্বাবুইয়ানদের ৫ উইকেটে হারিয়েছেন অ্যারন ফিঞ্চের দল।
রোববার (২৮ আগস্ট) টাউনসভিল শহরের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে অ্যান্ড্রু সাইমন্ডসকে স্মরণ করে অস্ট্রেলিয়া। জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের পাশাপাশি এই সময় উপস্থিত ছিল সাইমন্ডসের পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, ছিল তাদের পরিবারের দুই পোষা কুকুরও।
জাতীয় সঙ্গীতের সময় সাইমন্ডসের দুই ক্লোয়ে ও বিলি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের সাথে মাঠে ছিলেন। পুরো ম্যাচে দায়িত্ব পালন করেছিল দ্বাদশ ক্রিকেটারের। এছাড়াও খেলা শুরুর আগে স্ট্যাম্পে ভর দিয়ে রাখা হয়েছিল সাইমন্ডসের ব্যাট। ছিল তার ব্যাগি গ্রিন ক্যাপ ও হ্যাট।
আবেগের এই ম্যাচে সহজ জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। সফরকারী অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় তারা। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান কাপ্তান অ্যারন ফিঞ্চ।
ক্যামেরন গ্রিনের বোলিং তোপে স্কোরবোর্ডে ২০০ রান তুলতেই অলআউট হয় জিম্বাবুয়ে। আগের সাত ম্যাচে ১ উইকেট শিকার করা ক্যামেরন গ্রিন তার ক্যারিয়ারের প্রথম ফাইফারের দেখা পান।
জিম্বাবুয়ের অন্য ব্যাটারদের ব্যর্থতার দিনে একটু ব্যতিক্রম ছিলেন ওয়েসলি মাধেভ্রে। ৯১ বলে ৭২ রানের ইনিংস খেলে অ্যাডাম জাম্পার বলে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
২০১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মোটেও ভালো শুরু পায়নি অস্ট্রেলিয়া। ৪৩ রানে অধিনায়ক ফিঞ্চ ফিরলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের ৬৫ রানের জুটির কল্যাণে স্বস্তি ফেরে অস্ট্রেলিয়া শিবিরে। ওয়ার্নার ৬৬ বলে ৫৭ করে ফিরলে অপরাজিত ছিল স্মিথ। তার ব্যাট থেকে আসে ৪৮ রান। এতেই ১০০ বল বাকি থাকতেই সহজ পায় অজিরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর