২০০৯ সালের পর অস্ট্রেলিয়ায় মাটিতে ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে জয়ের কোনো রেকর্ড নেই নিউজিল্যান্ডের। তাসমান পাড়ের দুই দেশের মধ্যকার চ্যাপেল-হ্যাডলি ট্রফির এই সিরিজে এবার জয় ভিন্ন কোনো পরিকল্পনা নেই কিউইদের। জয় খরা কাটাতে কিউইদের তাই ভরসা ট্রেন্ট বোল্ট ও কেন উইলিয়ামসন।
উইন্ডিজ সফর দিয়ে লম্বা সময় পর ওয়ানডে সংস্করণে ফিরেছিলেন কেন উইলিয়ামসন। ইনজুরির কারণে পুরো সিরিজ শেষ করতে না পারলেও অস্ট্রেলিয়া সফরে খেলবেন তিনি। এছাড়াও ইনজুরি কাটিয়ে ফিরেছেন পেসার ম্যাট হেনরি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। সবাইকে অবাক করে এই দলে বোল্টকে রেখেছে নিউজিল্যান্ডের নির্বাচকরা।
কেন্দ্রীয় চুক্তিতে না থাকলে সাধারণত জাতীয় দলে খেলার জন্য বিবেচিত হন না নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার। ট্রেন্ট বোল্টের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে। তাকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে দলটি। এমনকি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্ল্যাকক্যাপসদের জার্সিতে তার দেখা মিলবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে কিউইরা তাদের গুরুত্বপূর্ণ দুই পেসার কাইল জেমিসন ও অ্যাডাম মিলনেকে পাচ্ছে না। এছাড়াও বাদ পড়েছেন ইশ সোধি, হেনরি নিকোলস ও উইল ইয়ং।
নিউজিল্যান্ড স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মিচেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স ও টিম সাউদি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর