অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। চোট কাটিয়ে লম্বা সময় পর দলে ফিরেছেন বোলিং আক্রমণের অন্যতম ভরসা পেসার ব্লেসিং মুজারাবনি।
ইনজুরির কারণেই সর্বশেষ ঘরের মাঠে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে মুজারাবানিকে পায়নি জিম্বাবুয়ে। অবশেষে চোট থেকে সুস্থ হয়ে দলে ফিরলেন তিনি।
সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজ খেলার দলই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে, শুধুমাত্র নতুন মুখ হিসেবে ফিরেছেন মুজারাবনি। নিয়মিত ওয়ানডে অধিনায়ক ক্রেইগ আরভিন এখনো চোট থেকে সেরে উঠতে পারেননি।
তার জায়গায় বাংলাদেশ ও ভারতের বিপক্ষে অধিনায়কত্ব করা উইকেটরক্ষক ব্যাটার রেজিস চাকাভাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জিম্বাবুয়েকে নেত্বতৃ দিবেন। এছাড়া দলে নেই লেগ স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা, পেসার টেন্ডাই চাতারা। দু’জনেই চোট থেকে এখনও সেরে ওঠেননি।
অধিনায়কত্বের নিষেধাজ্ঞা থেকে মুক্তি চান ওয়ার্নার
দেড় যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে সফর করছে জিম্বাবুয়ে। এর আগে সর্বশেষ ২০০৩-০৪ সালে অজিদের মাটিতে সিরিজ খেলেছিল দলটি।
অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ের তিন ম্যাচের এই সিরিজ আইসিসির সুপার লিগের অন্তর্ভুক্ত। ফলে দুই দলের জন্যই খুবই গুরুত্বপুর্ণ সিরিজ এটি।
রবিবার (২৮ আগস্ট) টাউন্সভিলে সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। একই মাঠে ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে স্কোয়াড:
রেগিস চাকাভা (অধিনায়ক), সিকান্দার রাজা এবং শন উইলিয়ামস, রায়ান বার্ল, ব্র্যাড ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুদজওয়ানাশে কাইতানো, ক্লাইভ মাদান্ডে (উইকেটরক্ষক), ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নায়ুচি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি