বৃষ্টিতেও বাঁচলো না ওয়েস্ট ইন্ডিজ, সমতায় ফিরলো নিউজিল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ এএম, ২০ আগস্ট ২০২২
বৃষ্টিতেও বাঁচলো না ওয়েস্ট ইন্ডিজ, সমতায় ফিরলো নিউজিল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। এক পর্যায়ে মাত্র ৫৫ রানে সাত উইকেট হারিয়ে ফেলার পর নামে বৃষ্টি। তবে শেষ রক্ষা হয়নি ওয়েস্ট ইন্ডিজের, বৃষ্টি আইনে ৫০ রানে জিতে সিরিজে  সমতায় ফিরলো নিউজিল্যান্ড।

প্রথম ম্যাচে হারার পর সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না নিউজিল্যান্ডের সামনে। শনিবার (২০ আগস্ট) টস হেরে দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করতে নামে তারা।

শুরু থেকেই স্বাগতিক বোলারদের বিপক্ষে সতর্কতার সঙ্গে ব্যাটিং করতে থাকেন দুই কিউই ওপেনার। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায় নিউজল্যান্ড। কিউই ওপেনার মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন ক্যারিবিয় বোলার জেসন হোল্ডার।

এরপর মাত্র এক রানের ব্যবধানে জোড়া উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৩০ রানে ডেভিড কনওয়ে ও ৩১ রানে টম ল্যাথাম ফিরে গেলে চাপে পড়ে নিউজিল্যান্ড।

আফ্রিকান পেস বলে উড়ে গেল ইংল্যান্ড

পাঁচ নম্বরে নামা ড্যারি মিচেলকে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন আরেক ওপেনার ফিন অ্যালেন। দলীয় ১১৫ রানে ব্যক্তিগত ৪১ রানে মিচেল আউট হলে ভাঙে তাদের ৮৪ রানের দুর্দান্ত জুটি। 

এরপর আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। মিচেল ব্রেসওয়েল, গ্লেন ফিলিপস ও জিমি নিশাম কেউই উইকেটে থিতু হতে পারেননি। 

এক পর্যায়ে দলীয় ১৬৫ রানে ফিরে যান ফিনও! তবে যাওয়ার আগে ৯৬ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল সাতটি চার ও তিন ছক্কা। 

শেষদিকে মিচেল স্যান্টনারের ২৬ রানের সৌজন্যে নিউজিল্যান্ডের ইনিংস দুইশো পার হয়। ৪৮.২ ওভারে শেষ ব্যাটার হিসেবে ট্রেন্ট বোল্ট আউট হলে ২১২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।

sportsmail24

লক্ষ্য তাড়া করতে নেমে ড্রেসিংরুমে ফেরার মিছিলে যোগ দেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। দলীয় তিন রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা, ফিরে যান কাইল মায়ার্স। 

স্বাগতিকদের প্রথম পাঁচ ব্যাটারের তিনজনের ব্যক্তিগত ইনিংসই দুই অঙ্কে পৌছায়নি, এমনি দুইজন তো খালি হাতেই ফিরেছেন।  

সাউদী আর বোল্টের তোপে পুরো তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। এক পর্যায়ে ৫৫ রানে সাত উইকেট হারানোর পর আকাশ ভেঙে আগমন ঘটে বেরসিক বৃষ্টির!

বৃষ্টির পরিমাণ সময়ের সাথে বৃদ্ধি পাওয়ায় মনে হচ্ছিল হারের মুখ থেকে বেচের ফিরলো ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষ রক্ষা হয়নি, বৃষ্টিও থেমে খেলাও হয়েছে। বরং ৯ ওভার কমেছে লক্ষ্য তাড়া করার জন্য, আর রান কমেছে মাত্র এক!

sportsmail24

বৃষ্টি শেষে খেলা শুরুর কিছুক্ষণ পর বিদায় নেন আকিল হোসাইন। এরপরই প্রতিরোধ গড়ার চেষ্টা করেন স্বাগতিক ব্যাটার ইয়ানিক ক্যারিয়া। তবে তার ৫৫ রানের ইনিংসে হার এড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। 

৩৫.৩ ওভারে শেষ ব্যাটার হিসেবে ইয়ানিক আউট হলে ১৬১ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। সিরিজের তৃতীয় ম্যাচে রোববার (২১ আগস্ট) একই মাঠে মুখোমুখি হবে। ওই ম্যাচেই নির্ধারণ হবে সিরিজ জিতবে কোন দল!

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপ: মাঠে নামার একদিন আগে আরব আমিরাতের অধিনায়ক বদল

এশিয়া কাপ: মাঠে নামার একদিন আগে আরব আমিরাতের অধিনায়ক বদল

বাংলাদেশে কাজ করতে মুখিয়ে আছেন শ্রীরাম

বাংলাদেশে কাজ করতে মুখিয়ে আছেন শ্রীরাম

পাপুয়া নিউগিনি-ভানুয়াতুর ক্রিকেট উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

পাপুয়া নিউগিনি-ভানুয়াতুর ক্রিকেট উন্নয়নে কাজ করবে অস্ট্রেলিয়া

পজিশন ভিত্তিক ব্যাটার তৈরিতে এক বছর সময় চেয়েছেন সিডন্স

পজিশন ভিত্তিক ব্যাটার তৈরিতে এক বছর সময় চেয়েছেন সিডন্স