টি-টোয়েন্টি সিরিজ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ঘুরে দাড়ানোর প্রত্যয় ছিল ওয়েস্ট ইন্ডিজের। সে লক্ষ্যে তারা আপাতত সফল, ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিউইদের উপর আধিপাত্য বিস্তার করে জয় তুলে নিয়েছে নিকোলাস পুরানের দল।
বোলিংয়ে আকিল হোসাইন-আলজেরি জোসেফের ছয় উইকেটের পর ব্যাটিংয়ে সামারাহ ব্রুকসের দুর্দান্ত ৭৯ রানের ইনিংসে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাতে বার্বাডোজে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ টস জিতে ফিল্ডিং করতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের শুরু থেকেই দুই কিউই ওপেনারকে নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ পেসাররা।
ইনিংসের নবম ওভারে প্রথম উইকেট শিকারের আনন্দে মাতে ওয়েস্ট ইন্ডিজ। ৮.৪ ওভারে দলীয় ৪১ রানে কিউই ওপেনার ফিন এলেনকে ফিরিয়ে প্রথম ব্রেকথ্রু এনে দেন স্পিনার আকিল হোসাইন। এরপর বেরসিক বৃষ্টির আগমন ঘটলেও মাত্র ১০ মিনিটের ব্যবধানে আবারও শুরু হয় খেলা।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জিতে ইতিহাস গড়লো আয়ারল্যান্ড
ওপেনিং সঙ্গীকে হারিয়ে বেশিক্ষণ টেকেননি আরেক কিউই ওপেনার মার্টিন গাপটিলও। ১০.৪ ওভারে ম্যাচে আকিল হোসাইনের দ্বিতীয় শিকার হয়ে দলীয় ৫৩ রানে ফিরে যান তিনি। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে কিউইরা।
দলীয় ৬৩ রানে ডেভিড কনওয়েকে ফিরিয়ে ম্যাচে নিজের তৃতীয় উইকেট তুলে নেন আকিল। এরপর মঞ্চে আগমন ঘটে উইন্ডিজ পেসার আলজেরি জোসেপের। মাঝে অভিষিক্ত কেভিন সিনক্লেয়ার টম ল্যাথামের উইকেট তুলে নেওয়ার পর জোড়া ধাক্কা দেন জোসেপ।
দলীয় ১১৬ রানে ড্যারি মিচেল ও ১২২ রানে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট নিয়ে সফরকারীদের খাদের কিনারায় পাঠিয়ে দেন জোসেপ। আউট হওয়ার আগে ইনিংসের সর্বোচ্চ ৩৪ রান আসে উইলিয়ামসনের ব্যাট থেকে।
এরপর মাইকেল ব্রেসওয়েলের ব্যাট থেকে ৩১ ও মিচেল স্যান্টনারের ব্যাট থেকে আসে ২৫ রান। ৪৫.২ ওভারে ট্রেন্ট বোল্টের স্টাম্প উপড়ে ফেলেন জোসেপ, ১৯০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ১০ রান তুলে নিলেও তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১৭ রানে স্বাগতিক ওপেনার কাইল মায়ার্সের উইকেট তুলে নেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট।
দারুণ ব্যাট করতে থাকা শাই হোপ ইনিংস বড় করতে পারেননি। দলীয় ৩৭ রানে ব্যক্তিগত ২০ রানে আউট হয়ে ফেরেন তিনি। এরপর দলীয় ৭৪ রানে কেসি কার্টিও ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।
তবে দলের বিপদের সময়ে ঢাল হয়ে দাড়ান সামারাহ ব্রুকস। অধিনায়ক নিকোলাস পুরানকে নিয়ে গড়েন ৭৫ রানের জুটি। ব্যক্তিগত ২৮ রানে পুরান ফিরে গেলে ভাঙে তাদের ম্যাচ জয়ী জুটি।
২৩ রানের ব্যবধানে ফিরে যান ব্রুকসও! যাওয়ার আগে ৯ চার ও এক ছক্কায় ৭৯ রানের ম্যচজয়ী ইনিংস খেলেন ব্রুকস। তবে ব্রুকস ফিরে গেলেও জয় পেতে আর সমস্যা হয়নি স্বাগতিকদের। বাকি পথটুকু নির্বিঘ্নে পার করেন সাত বছর পর ওয়ানডে দলে ফেরা জার্মান ব্ল্যাকউড ও জেসন হোল্ডার। এই দু’জনের ব্যাটে ভর করে ১১ ওভার বাকি থাকতেই নিউজিল্যান্ডের দেওয়া ১৯১ রানের লক্ষ্য টপকে যায় ওয়েস্ট ইন্ডিজ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার (১৯ আগস্ট) একই মাঠে। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই নিউজিল্যান্ডের সামনে।