দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন সুন্দরকে ভোগাচ্ছে ইনজুরি সমস্যা। ২০২১ সালে কাঁধের ইনজুরিতে পড়া সুন্দর আবারও একই সমস্যায় পড়েছেন। ফলে তাকে ছাড়াই জিম্বাবুয়ের বিমান ধরবে ভারতীয় দল। স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরের বদলি হয়েছেন শাহবাজ আহমেদ। প্রথমবারের মতো ভারতীয় দলে ডাক পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।
মঙ্গলবার (১৬ আগস্ট) এক বিবৃতিতে রঞ্জি দল বাংলার এই স্পিনারকে দলে অন্তভূর্ক্ত করার বিষয়টি নিশ্চিত করে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এছাড়াও জানানো হয়েছে, রিহ্যাবের জন্য ব্যাঙ্গালুরুতে ন্যাশন্যাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) যোগ দিবেন ওয়াশিংটন সুন্দর।
চলতি বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়েছেন ওয়াশিংটন। এর আগে ফেব্রুয়ারি-মার্চে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান। এছাড়াও আইপিএল চলাকালীন হাতের ইনজুরিতে মাঝপথেই ছিটকে যান। এবার কাউন্টিতে রয়্যাল লন্ডন কাপ খেলাকালীন পড়লেন কাঁধের ইনজুরিতে।
২০২১ সালেও তাকে এই কাঁধের ইনজুরির সমস্যায় পড়তে হয়েছিল। সুন্দরের বদলি হিসেবে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শাহবাজ আহমেদ। এই স্পিন বোলিং অলরাউন্ডার এখন পর্যন্ত ১৮ প্রথম শ্রেণি, ২৬ লিস্ট ‘এ’ ও ৫৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তার মোট শিকার ১২০ উইকেট। ব্যাট হাতে করেছেন মোট ২ হাজার ২১৫ রান।
আইপিএলে ইনিংসের শেষ দিকে ব্যাট হাতে ঝড় তুলে সবার নজর কাড়েন শাহবাজ আহমেদ। এছাড়াও রঞ্জি দল বাংলার হয়েও রয়েছেন দারুণ ছন্দে। এতেই তার জন্য খুলেছে জাতীয় দলের দরজার।
ভারত স্কোয়াড
লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুদা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিশান, সাঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার, শাহবাজ আহমেদ।
স্পোর্টসমেইল২৪/পিপিআর