ধাওয়ানকে সরিয়ে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের অধিনায়ক রাহুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪৩ এএম, ১২ আগস্ট ২০২২
ধাওয়ানকে সরিয়ে দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের অধিনায়ক রাহুল

অবশেষে চোট থেকে সুস্থ হলেন ভারতীয় ব্যাটার কে এল রাহুল। দুই মাসের বেশি সময় পর ভারতীয় দলে ফিরলেন এই ব্যাটার। জিম্বাবুয়ে সফরের দলে তাকে অন্তভুর্ক্ত করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। শুধু দলেই ফেরেননি, জিম্বাবুয়ে সফরে অধিনাকয়ত্বও করবেন তিনি।

চলতি বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিসসিআই। ওই দলে অধিনায়ক করা হয়েছিল ওপেনার শিখর ধাওয়ানকে। বৃহস্পতিবার (১১ জুলাই) এক বিবৃতিতে বিসিসিআই জানায়, জিম্বাবুয়েতে অধিনায়কত্ব করবেন রাহুল ও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন ধাওয়ান।

তবে রাহুলকে দলে অন্তুর্ভুক্ত করতে কাউকে বাদ দেয়নি বিসিসিআই। শুধু ১৫ সদস্যের দলকে ১৬ সদস্যের দল করে দিয়েছে। 

চলতি বছরের মে মাসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার পর থেকেই মাঠের বাইরে ভারতীয় ব্যাটার কে এল রাহুল। প্রথমে কুচকির ইনজুরি, এরপর স্পোর্টস হার্নিয়ার অপারেশন করাতে হয় তাকে।

এশিয়া কাপে থাকা কার্তিককে নিয়ে জাদেজার ‌‘বিষ্ফোরক’ মন্তব্য

এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফেরার কথা থাকলেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সে যাত্রায়ও ফেরা হয়নি তার। অবশেষে বিসিসিআইয়ের চিকিৎসক দলের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে তাকে দলে ফেরালো নির্বাচকরা।

এর আগে এশিয়া কাপের দলেউ ডাক পেয়েছেন তিনি। তবে এশিয়া কাপ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না তার। তার আগেই ভারতে জার্সিতে আবার মঠে ফিরতে পারছেন তিনি। 

জিম্বাবুয়ের সফর শেষ হওয়ার চারদিন পরই পর্দা উঠবে এবারের এশিয়ার কাপের। সে কারণেই জিম্বাবুয়ের সফরে টি-টোয়েন্টি দলের বেশিরভাগ নিয়মিত মুখদের বিশ্রাম দিয়েছে বিসিসিআই।

চলতি বছরের ১৮ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। ২০ ও ২২ আগস্ট অনুষ্টিত হবে বাকি দুই ওয়ানডে। 

ভারত ওয়ানডে দল: লোকেশ রাহুল (অধিনায়ক), শিখর ধাওয়ান (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দিপক হুদা, রাহুল ত্রিপাঠী, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, আক্ষর প্যাটেল, আভেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, দিপক চাহার।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত সিরিজে জিম্বাবুয়ে স্কোয়াডে নেই মুজারাবানি-আরভিন

ভারত সিরিজে জিম্বাবুয়ে স্কোয়াডে নেই মুজারাবানি-আরভিন

খেলার সুযোগ পেতে মুম্বাই ছেড়ে গোয়ায় শচীনপুত্র অর্জুন

খেলার সুযোগ পেতে মুম্বাই ছেড়ে গোয়ায় শচীনপুত্র অর্জুন

দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের দলে রশিদ-রাবাদাসহ পাঁচ তারকা

দক্ষিণ আফ্রিকার লিগে মুম্বাইয়ের দলে রশিদ-রাবাদাসহ পাঁচ তারকা

এশিয়া কাপে কোহলি-রাহুলকে ফেরালো ভারত, নেই বুমরাহ

এশিয়া কাপে কোহলি-রাহুলকে ফেরালো ভারত, নেই বুমরাহ